কি-বোর্ডের লে-আউট মুখস্থ করে নিনঃ
টাইপের সঠিক নিয়ম এবং আঙ্গুলের অবস্থা জেনে নিনঃ
শুদ্ধ করে টাইপ শুরু করুন ধীরে ধীরেঃ
অল্প অল্প করে হলেও প্রতিদিন অনুশীলন করুনঃ
টাইপিং শেখার জন্য সফটওয়্যার এর সাহায্য নিনঃ
সফটওয়্যার
ব্যাবহার করে নিজেই নিজে কম্পিউটারে টাইপ করার স্পীড বাড়িয়ে নিন। এই জন্য
আপনাকে একটি ছোট সফটওয়্যার ব্যাবহার করতে হবে। সফটওয়্যার এর নামটি হল typingmaster। সফটওয়্যারটি ডাউনলোড করুন এইখান
থেকে। এইটি ব্যাবহার করে কম্পিউটার এর টাইপ করার স্পীড বাড়িয়ে নিন। এইটি
সম্পূর্ণ ফ্রীতে ইন্টারনেট থেকে টাইপ স্পীড বাড়ানোর জন্য এইখানে
বিভিন্ন রকমের টিপস দেওয়া আছে। এবংকি টাইপিং খেলা করে টাইপের স্পীড
বাড়ানোর জন্য গেম খেলা আছে। আপনার টাইপ স্পীড কেমন তাহা এই সফটওয়্যার এর
মাধ্যমে জানতে পারবেন। এখানে কিছু ফ্রি সফটওয়্যারের লিংক দেওয়া হল যা আপনার টাইপিং স্পিড বাড়িয়ে তুলতে সাহায্য করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন