সবাইকে স্বাগতম

এই ব্লগ সাইট ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এ পেইজ গুরে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে আবার আসবেন। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। )
ইসলামিক তথ্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইসলামিক তথ্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮

মুখ বাঁকা রোগ

মুখ বাঁকা রোগ 


সোমবার, ২৭ মার্চ, ২০১৭

জেনে নিন মেয়েরা বেশি বিয়ে করতে পারবেনা কেন ?

জেনে নিন মেয়েরা বেশি বিয়ে করতে পারবেনা কেন ? 

পুরুষ/নারীর একাধিক বিয়ে প্রসঙ্গ:
একবার এক ভদ্র মহিলা এক আলেমের কাছে গিয়ে প্রশ্ন করলেন, পুরুষ যদি একাধিক বিয়ে করতে পারে তাহলে নারী কেন পারবেনা? আলেম তাকে পরের দিন আবার আসতে বললেন এবং আসার সময় চারটি পেয়ালায় চারটি ছাগলের দুধ নিয়ে আসতে বললেন। মহিলা পরের দিন আলেমের কথা মত চারটি পেয়ালায় চারটি ছাগলের দুধ নিয়ে হাজির হল। তখন আলেম উক্ত মহিলাকে চারটি পেয়ালার দুধ এক পেয়ালায় নিতে বললেন, মহিলাটি তাই করলো। আলেম এবার মহিলাকে বললেন দুধগুলো আবার আলাদা করে যে ছাগলের দুধ যে পেয়ালায় ছিল, ঠিক সে পেয়ালায় রাখতে। তখন মহিলা প্রশ্ন করলেন এটা কিভাবে সম্ভব?
তখন আলেম তার আগের দিনের প্রশ্নের উত্তর দিলেন,
১. যেভাবে এই চারটি ছাগলের দুধ এক পেয়ালায় নেয়ার পর আবার আলাদা করা সম্ভব নয়, ঠিক তেমনি একজন নারীর যদি একসাথে চারজন স্বামী থাকে তাহলে তার সন্তানের বাবা কে তাও নির্ণয় করা সম্ভব নয়। কিন্তু পুরুষের ক্ষেত্রে চারজন স্ত্রী থাকলে তার সন্তানের মা কে তা নির্ণয় করা সহজে সম্ভব।
২. যদি নারীর কোন সন্তান প্রতিবন্ধী, রোগাক্রান্ত বা দুর্বল হয় তখন সব স্বামী তার পিতৃত্ব অস্বীকার করতে পারে। কিন্তু মাতৃত্ব অস্বীকারের সুযোগ নেই। আর যদি সন্তান সুস্থ সবল আর মেধাবী হয় তখন সব স্বামী তার পিতৃত্ব দাবী করতে চাইবে কিন্তু মাতৃত্বের ক্ষেত্রে সে সমস্যা নেই।

রবিবার, ১৯ মার্চ, ২০১৭

জেনে নিন কিভাবে ওয়াইফাই পাস-ওয়ার্ড বাহির করবেন?

এর জন্য পিসি বা ল্যাপটপ এ যে ওয়াইফাইটি কানেক্ট করা আছে সেখানে রাইট ক্লিক করবেন। ক্লিক করার পর ২টি অপসন পাবেন সেখানে ২ন্ড অপশনটি ওপেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার এ যাবেন। এখন কানেকশন এ আপনার ওয়াইফাই এর নামটি দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন তারপর জেনারেল থেকে ওয়ারলেস প্রোপারটিস। ওয়ারলেস প্রোপারটিস ক্লিক করার পর সেখান থেকে সিকিউরিটি তে গেলে নেটওয়ার্ক সিকিউরিটি পাসোয়ার্ডটি আপনি জাস্ট শো ক্যারেক্টর দিলে ই দেখতে পারবেন। আপনি পাসওয়ার্ড জেনে যাবেন। এ ছিল আজকের টিউন বিষয়টি এখনো ক্লিয়ার না হলে নিচের ভিডিওটি দেখুন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই টিউমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ।

মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

রোজা থাকা অবস্থায় স্বপ্ন দোষ হলে কি রোজা ভেঙ্গে যাবে ?


রোজা থাকা অবস্থায় স্বপ্ন দোষ হলে কি রোজা ভেঙ্গে যাবে ?
স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে সিয়াম ভঙ্গ হবে না। কারণ এটা অনিচ্ছাকৃত ভাবে হয়ে গেছে। যা কিছু অনিচ্ছাকৃতভাবে হয়ে যায় আল্লাহ তা ক্ষমা করে দেন
এমনিভাবে নিদ্রা মগ্ন ব্যক্তি থেকে আত্মা (কল্বব ) উঠিয়ে রাখা হয়। কাজেই নিদ্রাকালে যা কিছু ঘটে তার জন্য কাউকে দায়ী করা যায় না। এটা আমাদের প্রতি আল্লাহ রাববুল আলামিনের একটি রহমত। কেউ কোন বিষয়

কল্পনা করার ফলে যদি বীর্যপাত হয়ে যায় এতে সিয়াম ভঙ্গ হবে না
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :—

বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬

রোযার ফযিলত সম্পর্কে মহানবী ( সঃ ) বানী

হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিতরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আল্লাহ তাআলার কসম! মুসলমানদের জন্য রমযানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমযান মাসের চেয়ে অধিক ক্ষতির মাসও আর আসেনি। কেননা মুমিনগণ এ মাসে (গোটা বছরের জন্য) ইবাদতের শক্তি ও পাথেয় সংগ্রহ করে। আর মুনাফিকরা তাতে মানুষের উদাসীনতাও দোষত্রুটি অন্বেষণ করে। এ মাস মুমিনের জন্য গনীমত আর মুনাফিকের জন্য ক্ষতির কারণ।-মুসনাদে আহমদহাদীস ৮৩৬৮মুসান্নাফে ইবনে আবি শাইবাহাদীস-৮৯৬৮সহীহ ইবনে খুযাইমাহাদীস-১৮৮৪তাবারানী হাদীস-৯০০৪বাইহাকী শুয়াবুল ঈমানহাদীস-৩৩৩৫

হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিতরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

রবিবার, ১৯ জুন, ২০১৬

ছাত্র ও শিক্ষক

"এক ছেলে মাদ্রাসায় পড়াশুনা করত। ছেলেটা মাদ্রাসায় যাওয়ার সময় একটি মেয়ে সব সময় তাঁর দিকে তাকিয়ে থাকে, তাঁর সাথে কথা বলতে চায়কিন্তু সেই ছেলেটি আবার আমার আপনার মত ক্যারেক্টার ঢিলা ছিল নাসে কোনো বেগানা নারীর দিকে তাকাতে চায়না, চায়না কথা বলতে ! হয়তো এরকম এভয়েড এবং মেয়েদের দিকে তাকানোর অনীহা দেখে সেই মেয়েটি আরো ক্ষিপ্ত হয়ে উঠে !!




একদিন মেয়েটা ছেলেটিকে তার খালি বাড়ীতে ডাকলো ! কিন্তু ছেলেটি রাজি হলনা কিছুদিন পর মেয়েটি একটা কৌশল খাটাল -- মেয়েটা তাদের এক দাসীকে শিখিয়ে দিলে যে , ছেলেটাকে বলবে যে, বাড়ীতে একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাটা খুব কান্না- কাঁটি করতেছে, আপনি একটু এসে বাচ্চাটাকে সূরা -কালাম পাঠ করে ঝাড়- ফুঁক দিয়ে যান, দাসীটা মিথ্যা কথা বলে মাদরাসার ছেলেটাকে বাড়ির ভেতর নিয়ে গেলোতারপর সে দুষ্ট মেয়েটা ছেলে টাকে নির্জন একটা রুমে বন্দি করল, ছেলেটার কাছে নিজেকে সঁপে দিতে চাইলো !! কিন্তু সেই ছেলেটি চাইলো না কোনো অবৈধ কিছু করতে ! ছেলেটি পড়ে গেলো মহা বিপদে, বুদ্ধি করে বললো, আমার একটু টয়লেটে যেতে হবে! মেয়েটি বলল যাও, তবে দ্রুত ফিরে আসবে, ছেলেটি বাধ্য হয়েই টয়লেট থেকে নোংরা পানি দিয়ে তার পুরো শরীর মেখে নিল, যাতে তার শরীর থেকে বিশ্রি গন্ধ বের হয়......
****
ছেলেটি টয়লেট থেকে বের হবার পর, মেয়েটি তার গায়ের দুর্গন্ধের কারনে তাকে তাড়িয়ে দিলো !!! আর ছেলেটি খুশী মনে বের হয়ে গোসল করে মাদ্রাসায় গিয়ে ক্লাসে প্রবেশ করলো !!

ওস্তাদ ক্লাস চলাকালীন সময়ে বললেন, তোমাদের মধ্যে কে আজকে এমন সুগন্ধ লাগিয়ে এসেছো যে পুরো ক্লাস সুগন্ধময় হয়ে আছে ! ছেলেটা ভয় পেয়ে গেল, মনে মনে ভাবল হয়ত তার গায়ে কোথাও ময়লা লেগে আছে অথবা ভাল করে ধোয়া হয়নি, সেখান থেকে মনে হয় দুর্গন্ধ বের হচ্ছে ! সে মনে করল, ক্লাসের মধ্যে ওস্তাদ তার গায়ের দুর্গন্ধকে উপহাস করে সুগন্ধ বলছে নাতো ???????

ছেলেটা লজ্জায় মাথা নিচু করে বেঞ্চে বসে রইল! এদিকে কোন ছাত্র জবাব না দেওয়ায় ওস্তাদ অবাক হলেন এবং পরীক্ষা করার করার জন্য একজন একজন করে উঠে আসতে বললেন , আশ্চর্যের বিষয় কারো কাছেই সুগন্ধ পাওয়া গেল নাঅতঃপর ওস্তাদ দেখলেন একটা ছেলে ক্লাসের সর্বশেষ বেঞ্চে মাথা নিচু করে বসে আছে, ওস্তাদ ছেলেটাকে কাছে ডাকলেন , ছেলেটা কাছে আসলো, ওস্তাদ খেয়াল করলেন এই ছেলেটার কাছে থেকেই এত সুগন্ধ বের হচ্ছে ! ওস্তাদ ছেলেটাকে প্রশ্ন করলেন , তুমি সুগন্ধ লাগিয়ে এসেছ , কিন্তু আমাদেরকে বলছনা কেন ? বলো এই সুগন্ধ কোথায় পেয়েছছেলেটা তখন ভয়ে কাঁদতে আরম্ভ করল ! ওস্তাদ আরো বেশি অবাক হলেন এবং ছেলেটাকে বললেন, তুমি কাঁদছ কেনতখন ছেলেটা সম্পূর্ণ ঘটনা ওস্তাদ কে বলে দিল, সব কিছু শুনে ওস্তাদ কেঁদে ফেললেন এবংছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরে সকল ছাত্রদেরকে বললেনঃ তোমরা যদি কেউ একজন জান্নাতী মানুষ দেখতে চাও, তাহলে আমার এই ছাত্রটিকে দেখ !
সুবহান-আল্লাহ্ !!!!!!! ছেলেটি আর কেউনা, তিনি হলেন... ঈমাম গাজ্জালী (রহ.) তাই আসুন আমরা সবাই ইমাম গাজ্জালীর মতো হয়ে যাই বেহায়াপনা ছেড়ে দেই  আল্লাহ আমাদেরকে ইমাম গাজ্জালীর মতো হওয়ার তৌফিক দান করুন
আমীন


নেট থেকে সংগৃহীত।