যদি যেতে চাও চলে যাও ,
বাধা দেবনা আমি ।
যদি ফিরে আসো তো এসো ।
দূরে ঠেলে দেবনা আমি ।
যাওয়া আর আসা দুপথের মাজখানে ,
আমি তোমার অপেক্ষাই
দাড়িয়ে আছি কত দিন
শুধুই তোমার অপেক্ষাই ।
বাধা দেবনা আমি ।
যদি ফিরে আসো তো এসো ।
দূরে ঠেলে দেবনা আমি ।
যাওয়া আর আসা দুপথের মাজখানে ,
আমি তোমার অপেক্ষাই
দাড়িয়ে আছি কত দিন
শুধুই তোমার অপেক্ষাই ।