সবাইকে স্বাগতম

এই ব্লগ সাইট ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এ পেইজ গুরে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে আবার আসবেন। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। )
অনলাইন থেকে টাকা আয়। লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অনলাইন থেকে টাকা আয়। লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

সর্দিতে নাক বন্ধ হয়ে বিরক্তিকর অবস্থা সমস্যা দূর করে ফেলুন খুব তাড়া তাড়ি!

    ***সর্দিতে নাক বন্ধ হয়ে বিরক্তিকর অবস্থা সমস্যা দূর করে ফেলুন খুব তাড়াতাড়ি!


আবহাওয়ার পরিবর্তনে সবচেয়ে বিরক্তিকর হলো সর্দিতে নাক বন্ধ হয়ে থাকে। সারাক্ষণ সবার সামনে নাক টানা আর নাক মুছতে থাকাটা ভীষণ বিরক্তিকর। নাক বন্ধ হয়ে অস্বস্তিতে নিঃশ্বাস নিতে তো সমস্যা হয়ই, অনেকের শরীরের পাশাপাশি মেজাজটাও খারাপ হয়ে থাকে। নাকের এই সর্দি দূর করার জন্য আপনি বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে পারেন। কিছু পদ্ধতিতে নাক দ্রুতই পরিষ্কার হয়ে যাবে।চটজলদি কয়েক মিনিটের মধ্যেই নাক পরিষ্কার করে ফেলার দুটি পদ্ধতি আজ আপনাদের জানিয়ে দেবো।জিভের ডগা দিয়ে চাপ দিন আপনার ওপরের পাটির দাঁতের গোড়ায়। এরপর জিভ সরিয়ে নিন এবং সঙ্গে সঙ্গেই আঙ্গুল দিয়ে চাপ দিন কপালে দুই ভুরুর মাঝে। ২০ সেকেন্ড ধরে এই কাজটি বারবার করতে থাকুন।জিভ দিয়ে চাপ দিন এবং এর পর পরই কপালে চাপ দিন। এতে নাক বন্ধ ভাবটা কেটে যাবে। কারণ এই কাজটি করলে একটি হাড়ে নাড়া পড়ে। ফলে নাক বন্ধ হয়ে যাওয়াটা কেটে যায়।মাথা পেছনের দিকে হেলিয়ে দিন। এরপর নাক চেপে ধরে নিঃশ্বাস বন্ধ করে রাখুন যতক্ষণ সম্ভব। যখন দেখবেন আর পারছেন না,তখন নাক ছেড়ে মাথা সোজা করে বড় একটা নিঃশ্বাস নিন। নিঃশ্বাস বন্ধ করে রাখলে আমাদের শরীর বুঝতে পারে বাতাসের অভাব হচ্ছে। ফলে সে নিজে থেকেই নাক পরিষ্কার করে ফেলে।এছাড়াও বেশকিছু পদ্ধতিতে আপনি সর্দিতে আটকে থাকা নাক থেকে মুক্তি পেতে পারেন।স্যালাইন ড্রপ দিয়ে নাক পরিষ্কার করতে পারেন। গবেষণায় দেখা যায়,বাচ্চাদের জন্য এটা খুব কার্যকরী

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

অতিরিক্ত স্বপ্নদোষ হলে কি করবেন জানেন কি ?


Image result for অতিরিক্ত স্বপ্নদোষ

স্বপ্নদোষের হওয়ার সাথে যৌন উত্তেজক কোনো স্বপ্নের সম্পর্ক থাকতে পারে অথবা নাও থাকতে পারে। 
আবার অনেক সময় পুরুষদের লিঙ্গ উত্থান ছাড়াই স্বপ্নদোষ ঘটে যেতে পারে। 
যদিও স্বপ্নদোষ হওয়াটা স্বাভাবিক ঘটনা কিন্তু এটি যখন অতিরিক্ত পরিমানে হতে থাকে তখন কিন্তু 
রোগেরই পূর্বাবাস দেয়। 
আর সেই সময় স্বপ্নদোষের কারনে পুরুষের নানা প্রকার শারীরিক এবং মানসিক সমস্যার সৃষ্টি হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় হস্তমৈথুন এবং স্বপ্নদোষ আনুপাতিক হারে বিপরীতমুখী। অর্থাৎ হস্তমৈথুন করলে কিছু কিছু পুরুষের স্বপ্নদোষ হ্রাস পায়। কিন্তু এটা করা আরো ক্ষতিকর। একসময় হস্তমৈথুন করার অভ্যাসটাই একজন পুরুষের যৌন জীবন বিপর্যস্থ করে তুলে। অতিরিক্ত হ্স্তমৈথুনের ফলেও কিছু শারীরিক, মানসিক এবং হরমোনজনিত সমস্যা সৃষ্টি হয়ে থাকে যা এই ধরনের স্বপ্নদোষকে পুরুষের স্থায়ী পুরুষত্বহীনতা এবং লিঙ্গত্থানহীনতার মত মারাত্মক জটিল রোগের সৃষ্টি করতে পারে। পুরুষের শরীরে বীর্য প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয় যা পরবর্তীতে শারীরিক মিলন বা হস্তমৈথুনের সময় চরম তৃপ্তির পর্যায়ে পুরুষের শরীর থেকে নির্গত হয়ে থাকে। কিন্তু অতিরিক্ত হস্তমৈথুনের ফলে পুরুষের টেষ্টষ্টোরেন হরমোন অধিক পরিমান অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত বীর্য তৈরি করে এবং একই সাথে স্পিংটার পেশী এবং স্নায়ু দুর্বল করে দেয় যার ফলে বীর্য যৌনতন্ত্রে আটকে যায়।

বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮

মুখ বাঁকা রোগ

মুখ বাঁকা রোগ 


হঠাৎ মুখ বেঁকে যাওয়া

মুখ বাঁকা রোগ

একদিন ঘুম থেকে জেগে দেখলেন হঠাৎ মুখের এক দিক বেঁকে গেছে। কথা বলতে গিয়ে বা হাসতে গেলে ঠোঁটটা বিশ্রীভাবে একদিকে ঝুলে পড়ছে, মুখের এক দিক আর নাড়তে পারছেন না। এমন অবস্থাকে সবাই বলে থাকেন যে ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছে।
আসলে স্ট্রোক বা পক্ষাঘাতেও মুখ বেঁকে যেতে পারে বইকি, যখন দেহের একটি দিক পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিস হয়ে যায় তখন এর সঙ্গে মুখও আক্রান্ত হয়। কিন্তু পক্ষাঘাত ছাড়াও এমন ঘটনার কারণ স্নায়ুগত সমস্যা। চিকিৎসাবিজ্ঞানে এর নাম বেলস পালসি।
কী হয় বেলস পালসিতে?
ফেশিয়াল নার্ভ বা মুখমণ্ডলের স্নায়ু আমাদের মুখের পেশিগুলোতে নিয়ন্ত্রণ করে। কোনো কারণে এই স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে মুখের পেশি শক্তি হারায় ও মুখ বেঁকে যায়। এর সবচেয়ে বড় কারণ হলো হারপিস ভাইরাস সংক্রমণ। এ ছাড়া ডায়াবেটিস, স্ট্রোক ইত্যাদি কারণেও ফেশিয়াল নার্ভ অকার্যকর হতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রে কোনো কারণ নির্ণয় করা যায় না। তখনই একে বলা হয় বেলস পালসি। বেলস পালসি হলে মুখের এক দিকটা ঝুলে পড়ে, পেশি নাড়ানো যায় না, চোখ খুলতে ও বন্ধ করতে সমস্যা হয়। অনেক সময় চোখ খুলেই থাকে। খেতে গিয়ে মুখের এক দিক দিয়ে সব পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। চেষ্টা করেও কপাল কোঁচকানো যায় না। কখনো কানের ভেতর বা পেছনে ব্যথা হয়, কানে বেশি শোনা যায়। জিবের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে।
চিকিৎসা কী?
যত দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন, ততই ভালো। কেননা, স্টেরয়েড বা অ্যান্টিভাইরাল চিকিৎসা ৭২ ঘণ্টার মধ্যে শুরু করলেই সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। এ ছাড়া চিকিৎসক বিশেষ ধরনের ব্যায়াম শিখিয়ে দেবেন, যা দিনে কয়েকবার করতে হবে। এই সময় চোখ ও মুখের যত্ন নিতে হবে। যেহেতু চোখ সহজে বন্ধ হয় না, তাই তা শুষ্ক হয়ে যায়। চোখের ড্রপ ব্যবহার ছাড়াও বিশেষ প্যাচ ব্যবহার করে চোখ বন্ধ রাখা হয়। খাবার খেতে সমস্যা হলে ধীরে ধীরে তরল বা আধা তরল খাবার খেতে হবে। বেশির ভাগ বেলস পালসি কয়েক দিন বা কয়েক মাসের মধ্যেই সেরে যায়। কিছু ক্ষেত্রে সমস্যাটা দীর্ঘমেয়াদিও হতে পারে। বেলস পালসি গুরুতর গোছের কোনো রোগ নয়, তবে এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়াটাই উত্তম।  মেডিসিন বিভা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ|
সংগ্রেহিত 

মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএ/বিএসএস রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি

*বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়  বিএ/বিএসএস শিক্ষার্থীদের জন্য*
# ---- রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি ------#
বাউবি পরিচালিত ০৩ বছর মেয়াদি বিএ/বিএসএস প্রোগ্রামের ২০১৬ ব্যাচ এবং তৎপূর্ববর্তী ব্যাচসমূহের ৩য় ও ৪র্থ এবং ২০১৫ ব্যাচ এবং তৎপূর্ববর্তী ব্যাচসমূহের ৫ম ও ৬ষ্ঠ সিমেস্টারের রেজিস্ট্রেশন ফি জমাদানের তারিখ আগামী ০৯/১১/২০১৭ খ্রি. তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশনের ফি জমা করতে হবে।
৩য় হতে ৫ম পর্যন্ত ২৬০০(২৫০০+১০০), এবং ৬ষ্ঠ সিমেস্টার ৩৪০০(৩৩০০+১০০) জমা করতে হবে।
অনেকে ইন বক্সে আমাকে প্রশ্ন করায় তারিখ নেই বলেছিলাম। তাই সকলকে অনুরোধ করছি, আপনার যেসব বন্ধু এখনো রেজিস্ট্রেশন করতে পারেননি, তাদের মেসেসটি পৌছে দিন।
ড. মো: আজিজুল হক
আঞ্চলিক পরিচালক, বাউবি
রংপুর আঞ্চলিক কেন্দ্র।
সংগৃহীত # facebook #

বুধবার, ৭ জুন, ২০১৭

বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয় বিএ/বি এস এস পরিক্ষার রুটিন ২০১৭

বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয় বিএ/বি এস এস পরিক্ষার রেজিস্ট্রেশন মেয়াদ এবং রুটিন  ২০১৭ 
যারা বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়ে পড়েন তাদের জন্য আমার এই পোষ্ট , কোন কিছু জানার থাকলে কমেন্ট এ জানাবেন । 



মাথা ব্যথার কার্য করি একটা দোয়া।

শরীর প্রচন্ড ব্যথা অনুভব করলে কি দোয়া পড়বেন? প্রচন্ড মাথা ব্যথা?

শরীরে ব্যথা অনুভব করলে কি দুয়া পড়তে হবে ?প্রচন্ড মাথা ব্যথা?কি করবেন কিছুই বুঝতে পারছেন না, আবার এদিকে ব্যথাও সহ্য করতে পারছেন না?আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ওবিশ্বাস নিয়ে আল্লাহকে স্মরণ করুন ও তাঁর কাছে সাহায্য প্রার্থনা করুন।

আর এই দুয়া পড়ুন, ইন শা ’আল্লাহ ভালো হয়ে যাবে।শরীরের যে জায়গায় ব্যথাসেখানে হাত রেখে প্রথমেতিনবার পড়বেন,ﺑِﺴْﻢِ ﺍﻟﻠﻪِউচ্চারণঃ বিসমিল্লাহ।অর্থঃ আল্লাহর নামে শুরু।তারপর সাতবারﺃَﻋُﻮْﺫُ ﺑِﺎﻟﻠﻪِ ﻭَﻗُﺪْﺭَﺗِﻪِ ﻣِﻦْ ﺷَﺮِّ ﻣَﺎ ﺃَﺟِﺪُﻭَﺃُﺣَﺎﺫِﺭُ .উচ্চারণঃ আ'উযু বিল্লাহি ওয়াকুদরাতিহী মিন শাররি মা আযিদু ওউহা'যিরু।অর্থঃ যে ক্ষতি আমি অনুভবকরছি এবং যার আমি আশংকা করছি তাহতে আমি আল্লাহর মর্যাদা এবংকুদরতের মাধ্যমে আল্লাহরকাছে আশ্রয় প্রার্থনা করছি।মুসলিম-৪/১৭২৮।এই দুয়া শরীরের যেকোনো জায়গায় ব্যথা হলেসেখানে হাত রেখে পড়াযাবে।*** মনে রাখবেন, দুয়া কাজকরে আপনি কতটুকু আন্তরিকতাও বিশ্বাস নিয়ে আল্লাহর কাছেদুয়া করছেন তার উপরে।আপনার নিয়ত যদি হয়, আচ্ছা দুয়াকরেই দেখি কাজ করে কিনা –এইরকম, বেশিরভাগ সম্ভাবনাআল্লাহ

❤☺দুয়া কবুল করবেন না।দুয়া কবুল হওয়ার একটা শর্তহচ্ছে, “ আল্লাহ আমার দুয়া কবুলকরবেন ” এই বিশ্বাস ও আশানিয়ে দুয়া করা এবং “ আমার দুয়াকবুল হবে কি হবেনা” –এইরকমসন্দেহ বা নিরাশা অন্তরেরমধ্যে না রাখা।বিঃদ্রঃ অনেকের পক্ষেহয়তো মুখস্থ করা সম্ভবহবেনা, তারা “ হিসনুল মুসলিম ”বইয়ের ২৮০ নাম্বার পৃষ্ঠায়পেয়ে যাবেন। যখন দরকারবই খুলে দেখে দেখেদুয়াটা পড়তে পারবেন,কোনো ক্ষতি নেই। অথবাসূচীপত্র থেকে “ যেব্যক্তি শরীরে ব্যথা অনুভবকরছে সে কি করবে ” এইঅধ্যায় দেখে খুঁজে নিতেপারবেন।*** “ নেওয়ামুল কুরআন” নামকবইয়ে যেই সমস্ত আজাইর্যা ওভিত্তিহীন দুয়া ও জিকির দেওয়াআছে সেগুলো থেকেবিরত থাকবেন। এই বইটার ৯৫%দুয়া ও জিকির ম্যান মেড, অনেকশিরক ও কুফুরীও দেওয়াআছে।বাসায় থাকলে উচিত হবেবইটা নদীতে ডুবিয়ে দেওয়াবা আগুনে পুড়িয়ে ফেলা। সংগৃহীত 

রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭

স্মৃতিশক্তি বাড়ানোর ঘরোয়া কিছু উপায়

স্মৃতিশক্তি বাড়ানোর ঘরোয়া  কিছু উপায়

মোবাইল চার্জে দিয়ে মোবাইল খুঁজতে থাকার ঘটনা কি আপনার সঙ্গে ঘটেছে কখনো? বা মাথার ওপর চশমা রেখে আপনি কি সারা ঘরে চশমা খোঁজেন? এমন করে আপনি কি প্রায়ই কিছু না কিছু ভুলে যান?
স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়লেই এমন সমস্যায় পড়তে হয় আমাদের। বিভিন্ন কারণে আমাদের স্মৃতিশক্তি প্রভাবিত হয়, স্মৃতিশক্তি কমে যায়; আমরা ভুলে যাই। ঘুমের অসুবিধা, মানসিক চাপ, বিষণ্ণতা, অপুষ্টি, থাইরয়েড হরমোন নিঃসরণে সমস্যা, ধূমপান, মদ্যপান এসব কারণে স্মৃতিশক্তি কমে যায়। এ ছাড়া প্রবীণ বয়সে স্মৃতিভ্রম রোগেও এ ধরনের সমস্যা হয়। বেশি সমস্যা হলে চিকিৎসা তো নিতে হবেই, তবে তার আগে কিছু ‘ঘরোয়া ওষুধ’ খেয়ে দেখতে পারেন। পরামর্শটি দিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।
১. কাঠবাদাম
কাঠবাদাম একটি চমৎকার আয়ুর্বেদিক উপাদান। এটি স্মৃতিশক্তি ও মস্তিষ্কের শক্তি বাড়াতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ওমেগা-৩ ফ্যাটি এসিড। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখের জন্যও ভালো।
যা করতে হবে  
- ৫ থেকে ১০টি কাঠবাদাম সারা রাত ভিজিয়ে রাখুন।
- পরের দিন সকালে খোসা ছাড়িয়ে নিন এবং একে গুঁড়া করুন।
- এক গ্লাস দুধের মধ্যে এই গুঁড়া মিশিয়ে ফুটান।
- স্বাদ বাড়ানোর জন্য সামান্য চিনি বা মধু মেশাতে পারেন।
- ৩০ থেকে ৪০ দিন এটি প্রতিদিন খান।

সোমবার, ২৭ মার্চ, ২০১৭

জেনে নিন মেয়েরা বেশি বিয়ে করতে পারবেনা কেন ?

জেনে নিন মেয়েরা বেশি বিয়ে করতে পারবেনা কেন ? 

পুরুষ/নারীর একাধিক বিয়ে প্রসঙ্গ:
একবার এক ভদ্র মহিলা এক আলেমের কাছে গিয়ে প্রশ্ন করলেন, পুরুষ যদি একাধিক বিয়ে করতে পারে তাহলে নারী কেন পারবেনা? আলেম তাকে পরের দিন আবার আসতে বললেন এবং আসার সময় চারটি পেয়ালায় চারটি ছাগলের দুধ নিয়ে আসতে বললেন। মহিলা পরের দিন আলেমের কথা মত চারটি পেয়ালায় চারটি ছাগলের দুধ নিয়ে হাজির হল। তখন আলেম উক্ত মহিলাকে চারটি পেয়ালার দুধ এক পেয়ালায় নিতে বললেন, মহিলাটি তাই করলো। আলেম এবার মহিলাকে বললেন দুধগুলো আবার আলাদা করে যে ছাগলের দুধ যে পেয়ালায় ছিল, ঠিক সে পেয়ালায় রাখতে। তখন মহিলা প্রশ্ন করলেন এটা কিভাবে সম্ভব?
তখন আলেম তার আগের দিনের প্রশ্নের উত্তর দিলেন,
১. যেভাবে এই চারটি ছাগলের দুধ এক পেয়ালায় নেয়ার পর আবার আলাদা করা সম্ভব নয়, ঠিক তেমনি একজন নারীর যদি একসাথে চারজন স্বামী থাকে তাহলে তার সন্তানের বাবা কে তাও নির্ণয় করা সম্ভব নয়। কিন্তু পুরুষের ক্ষেত্রে চারজন স্ত্রী থাকলে তার সন্তানের মা কে তা নির্ণয় করা সহজে সম্ভব।
২. যদি নারীর কোন সন্তান প্রতিবন্ধী, রোগাক্রান্ত বা দুর্বল হয় তখন সব স্বামী তার পিতৃত্ব অস্বীকার করতে পারে। কিন্তু মাতৃত্ব অস্বীকারের সুযোগ নেই। আর যদি সন্তান সুস্থ সবল আর মেধাবী হয় তখন সব স্বামী তার পিতৃত্ব দাবী করতে চাইবে কিন্তু মাতৃত্বের ক্ষেত্রে সে সমস্যা নেই।

রবিবার, ১৯ মার্চ, ২০১৭

জেনে নিন কিভাবে ওয়াইফাই পাস-ওয়ার্ড বাহির করবেন?

এর জন্য পিসি বা ল্যাপটপ এ যে ওয়াইফাইটি কানেক্ট করা আছে সেখানে রাইট ক্লিক করবেন। ক্লিক করার পর ২টি অপসন পাবেন সেখানে ২ন্ড অপশনটি ওপেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার এ যাবেন। এখন কানেকশন এ আপনার ওয়াইফাই এর নামটি দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন তারপর জেনারেল থেকে ওয়ারলেস প্রোপারটিস। ওয়ারলেস প্রোপারটিস ক্লিক করার পর সেখান থেকে সিকিউরিটি তে গেলে নেটওয়ার্ক সিকিউরিটি পাসোয়ার্ডটি আপনি জাস্ট শো ক্যারেক্টর দিলে ই দেখতে পারবেন। আপনি পাসওয়ার্ড জেনে যাবেন। এ ছিল আজকের টিউন বিষয়টি এখনো ক্লিয়ার না হলে নিচের ভিডিওটি দেখুন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই টিউমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ।

শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭

এখন থেকে টাকা ইনকাম হবে লাইক, কমেন্ট এবং পোস্ট করে…

‘‘‘‘এখন থেকে টাকা ইনকাম হবে লাইক, কমেন্ট এবং পোস্ট করে,,,,

অনেকেই আছেন সারাদিন ফেসবুকে সময় কাটায়। চেট করি, পোস্ট করি, কমেন্ট করি,,,অনেক ফান হয়।,,,আজকে আমি এমন একটা সোশ্যাল সাইট এর কথা বলব, যেখানে আপনি বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারবেন, চেট করতে পারবেন, পোস্ট করতে পারবেন যেকোনো কিছু,,,এইটা ফেসবুক এর মতই একটা সাইট। কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। শুধুমাত্র লাইক, কমেন্ট, চেট করে ইনকাম করতে পারবেন!! 

 activity joto besi toto besi bonus.


ami besi somoy deini bole amar bonus erokom.
কিন্তু ফেসবুক এ আপনি লাইক, কমেন্ট, চেট করে ইনকাম করতে পারছেন না।
যারা আগ্রহী তারা রেজিস্ট্রেশন করুন এই লিঙ্ক এ :
#mdnnobi.futurenet.club
রেজিস্ট্রেশন করার আগে আমার সাথে যোগাযোগ করবেন ইনবক্স এ। কিছু ইন্সট্রাকশন দিব। যারা জয়েন করবেন অবশ্যই ভেরিফাই করবেন ইমেইল থেকে। না হলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবেনা।
here my activity bonus is given for you. have a look. and join quickly. after registration verify it from you
mail ID: nurnobi2010@gmail.com

মাত্র ২০ মিনিট কাজ করে Neobux থেকে আয় করুন। মাসে ২-৫ হাজার টাকা

মাত্র ২০ মিনিট কাজ করে Neobux থেকে আয় করুন। মাসে ২-৫ হাজার টাকা

আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হল :-
__Neobux কি?
__যেভাবে Neobux এ একাউন্ট খুলবেন।
__Neobux থেকে কত উপায়ে আপনি ইনকাম করতে পারবেন।
__যেভাবে আপনি Neobux থেকে বেশি ইনকাম করবেন।
তাহলে শুরু করা যাক:

(বি.দ্র: Neobux এ আমার রেফারেল লিঙ্ক https://www.neobux.com/?r=mdnnobi। উল্লেক্ষ্য আপনি যদি আমার রেফারেল হন। অর্থাৎ যদি আমার রেফারেল হয়ে আপনি কাজ করেন তাহলে, আপনার জন্যে আমার পক্ষ থেকে কিছু উপহার এবং বোনাস রয়েছে। আপনি আপনার উপহার এবং বোনাস সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Neobux কি? :

Neobux হচ্ছে একটি PTC সাইট। Neobux কে King of PTC বলে ডাকা হয়। এই PTC সাইটটি 2007 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আর এখন হল 2017। অর্থাৎ প্রায় 9 (নয়) বছর যাবৎ এটি PTC সেবা দিয়ে যাচ্ছে। এই নয় বছর Neobux তার সকল মেম্বারকে কোনো রকম অভিযোগ ছাড়াই ভালমানের সুযোগ সুবিধা দিয়ে আসছে। এবং এটি এতটাই জনপ্রিয় যে, এদের প্রায় ১০ মিলিয়ন এর উপরে মেম্বার আছে। এছাড়া এদের Alexa Rank ও খুব ভালো। তার মানে বুঝতেই পারছেন কেন Neobux কে King of PTC অর্থাৎ সকল PTC এর রাজা বলা হয়। এটি খুবি ভাল ও উচ্চ মানের মানের সুযোগ সুবিধা সম্পন্ন সাইট। তাই আপনার অবশ্যই Neobux এ কাজ করা উচিত। আমি নিজেও এই সাইটটিতে কাজ করি। তাহলে চলেন দেখে আসি কিভাবে একাউন্ট খুলবেন এবং ইনকাম করবেন।

যেভাবে Neobux এ একাউন্ট খুলবেন :--

আমি স্টেপ বাই স্টেপ বলছি কিভাবে আপনি Neobux এ একাউন্ট খুলবেন এবং ইনকাম করেবন।

আমার রেফারেল লিঙ্ক : https://www.neobux.com/?r=mdnnobi
1__শুরুতে আপনি আমার রেফারেল লিঙ্কটিতে ক্লিক করুন। তাহলে আপনি Neobux এর হোম পেজ এ চলে যাবেন।
যদি আপনি চান আপনি আমার রেফারেল হবেন না তাহলে আপনি সরাসরি Neonux.com গিয়ে একাউন্ট খুলবেন। কিন্তু আমার কথা হচ্ছে যদি আপনি আমার রেফারেল লিঙ্কটি থেকে একাউন্ট না করে সরাসরি Neobux থেকে একাউন্ট খুলেন তাহলে আপনি কোনো উপহার অথবা কোনো বোনাস কিছুই পাবেন না। কিন্তু আপনি যদি আমার রেফারেল হন। তাহলে আপনি বোনাস ও উপহার দুইটাই আপনি আমার থেকে একদম ফ্রিতে পাবেন। আপনি আপনার উপহার এবং বোনাস সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আশা করি, আমার রেফারেল হলে আপনার অনেক লাভ। এবং আমি আশা করি আপনি আমার রেফারেল হবেন। কারণ আপনি আমার রেফারেল হলে আপনারও লাভ আমারও লাভ।
Neobux homepage
Neobux Homepage
2__আমার রেফারেল লিঙ্ক এ ক্লিক করার পর আপনি সরাসরি Neobux এর হোম পেজ এ চলে যাবেন। এর পর আপনি সবার উপরে ডান পাশে দেখবেন Register নামে একটি অপশন আছে। আপনি সেখানে ক্লিক করুন। তাহলে একটি রেজিস্ট্রেশন ফর্ম আপনার সামনে ওপেন হবে। 
3__এখন রেজিস্ট্রেশন ফর্মের "Username" এর যায়গায় আপনি আপনার Username দিবেন। এই Username দিয়েই আপনাকে একাউন্টটে লগ-ইন করতে হবে।
4__এর পরে রেজিস্ট্রেশন ফর্মের Password এর জায়গায় আপনার Password টি বসান।
5__Password confirmation এর জায়গায় আপনার Password টি আবার বসান।
6__E-mail এর জায়গায় আপনার E-mail টি বসান।
7__Payza/Paypal E-mail এর জায়গায় আপনার Payza/Paypal একাউন্ট যে E-mail দিয়ে খোলা সেই E-mail টি বসান। Payza এবং Paypal নিয়ে আমরা আগেই বিস্তারিত আলোচনা করেছি। কেউ যদি Payza/Paypal সম্পর্কে না জেনে থাকেন, তাহলে এখানে ক্লিক করে জেনে নিতে পারেন। আর যদি কারো Payza ও Paypal একাউন্ট না থাকে তাহলে আপনি (Payza/Paypal E-mail) এর জায়গায় আপনার যেকোনো একটি E-mail বসিয়ে দিবেন। পরে আপনি একটি Payza/Paypal একাউন্ট খুলে আপনার Neobux একাউন্ট এ বসিয়ে নিতে পারবেন।
8__এর পরে আপনি Birth Year এর জায়গায় আপনার জন্মসালটি দিন।
9__Verification code এর জায়গায় আপনি একটু খেয়াল করলেই দেখতে পাবেন Verification code বক্সের ডান পাশে ছোট একটা ছবি রয়েছে। সেই ছবিতে ৫ টি ইংরেজি অক্ষর এলোমেলোভাবে লেখা। আপনি সেই ৫ অক্ষর Verification code এর বাক্সতে লিখবেন।
10__এরপরে নিচে দেখেন Neobux এর Terms Of Service নামে একটি বক্স আছে। ঐ খানে ক্লিক করে ঐ বক্সে টিক চিহ্ন দিতে হবে। এরপর, নিচে দেখবেন সবুজ রং এ লেখা "Continue". আপনি সেই "Continue" তে ক্লিক করবেন। বাস, আপনার ৮০% কাজ শেষ। শুধু অল্প একটু কাজ বাকি।
11__এরপরে আপনি একটু আগে যে ইমেইলটি বসালেন সেই ইমেইলে লগ-ইন করুন। মানে, আপনার ইমেইলটিতে ঢুকুন। তাহলে দেখবেন Neobux থেকে একটি Verification mail এসেছে। ঐ খানে আপনার ইমেইলটি ভেরিফাই করে নিবেন। বাস...আপনার রেজিস্ট্রেশন এর কাজ শেষ। এবার ইনকাম করার পালা।

যেভাবে ইনকাম করবেন :--

1__শুরুতে আপনি আপনার Neobux একাউন্ট এ লগ ইন করুন। তারপর আপনি আপনার ডেশবোর্ডে চলে যাবেন। এখন সবার উপরে ডান দিকে দেখুন (View advertisement) লেখা আছে।
Neobux account dashboard
Neobux account dashboard

ঐ খানে ক্লিক করুন। তাহলে আপনার Add এর পেজটি ওপেন হবে। এবার একটি একটি করে Add দেখুন। Add দেখার জন্যে আপনাকে Add এর উপোরে ক্লিক করতে হবে। তারপর একটি লাল ডট আপনি দেখতে পাবেন। ঐ লাল ডটে এ ক্লিক করবেন। তাহলে নতুন উইন্ডোতে আপনার Add টি ওপেন হয়ে যাবে। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখবেন আপনাকে (Congratulate) করে একটা মেসেজ Add এর উপরে ভেসে উঠবে। তাহলে আপনার ঐ Add দেখা শেষ এবং টাকা আপনার একাউন্ট এ জমা হয়ে গেছে। এভাবে একটা একটা করে সব Add দেখবেন। ১০-১২ মিনিট সময় লাগবে।

Neobux থেকে কত উপায়ে আপনি ইনকাম করতে পারবেন :--

Neobux থেকে বেশ কয়েকটি উপায়ে আয় করা যায়। যথা:-
__ডিরেক্ট রেফারেল।
__রেন্টেড রেফারেল।
__বিভিন্ন ধরনের অফার-ওয়াল।
__মিনি জব...ইত্যাদি।

যেভাবে আপনি Neobux থেকে বেশি ইনকাম করবেন :--

Neobux এর ইনকাম বৃদ্ধি করার জন্য আমার কাছে ডিরেক্ট রেফারেল এবং মিনি জব খুব বেশি গুরুত্বপূর্ণ। তবে ডিরেক্ট রেফারেল শুধুমাত্র Neobux এর ক্ষেত্রেই নয় বরং সব PTC এর জন্যেই সমান গুরুত্বপূর্ণ। কারণ ডিরেক্ট রেফারেল এর জন্য আপনার কোনো কিছু খরচ করতে হবে না। উল্টো আপনি Website থেকে কমিশন পাবেন। এখন ভাবুনতো, যদি আপনার ১০০ জন ডিরেক্ট রেফারেল থাকে, তাহলে আপনি কোনো কিছু করা ছারাই কমিশন হিসেবে প্রায় ১৫০০-২০০০ টাকা করে আপনি পাবেন। এর উপর আপনার নিজের ইনকাম তো আছেই। আর আপনি যদি আমার দেয়া ৩টি সাইট এ ই কাজ করেন তাহলে আপনার ইনকাম ৩ গুন হবে। অর্থাৎ আপনি খুব সহযেই মাত্র এক থেকে দেড় ঘন্টা কাজ করে মাসে ঘরে বসে ১২০০০-১৫০০০ টাকা আয় করতে পারবেন। তাই, ডিরেক্ট রেফারেল কতটা গুরুত্বপূর্ণ, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন আপনি হয়তোবা মনে মনে ভাবছেন, ডিরেক্ট রেফারেল জোগাড় করা তো অনেক কষ্টের। কিন্তু না, অতটা কষ্টের নয় যতটা আপনি ভাবছেন। আপনি কিছু কৌশল এর মাধ্যমে খুব সহযেই মাসে ২০-৫০ জন ডিরেক্ট রেফারেল জোগাড় করতে পারবেন। আপনি যদি আমার রেফারেল হন তাহলে আমি আপনাকে সেই সব কৌশল ফ্রিতে দিব। এবং আমি ইনশাল্লাহ গেরান্টি সহকারে বলতে পারি, এই কৌশল গুলো অসাধারণ। এবং আপনি এই কৌশল গুলো ফোলো করলে আপনিও আমার মতো খুব সহযে মাসে ২০-৫০ জন করে ডিরেক্ট রেফারেল করতে পারবেন। আমার থেকে আপনি সেই সব কৌশল ফ্রিতে পেতে চাইলে আমার সাথে দয়া করে যোগাযোগ করুন। আমার সাথে যোগাযোগ করার জন্যে,
আমার ইমেইল :nurnobi2010@gmail.com
 
দয়া করে আমার সাথে যোগাযোগ করুন তাতে আপনারই লাভ।

মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

ফ্রীতে নেট থেকে আয় করুন- বাংলাদেশী সাইট

ফ্রীতে নেট থেকে আয় করুন- বাংলাদেশী সাইট
আমি অনেক দিন ধরে ফ্রীতে বাংলাদেশী shareyt সাইট থেকে টাকা আয় করে আসতেছি। shareyt সাইট থেকে আমি মাসে বার করে বিকাশের মাধ্যমে নিজের পার্সোনাল নাম্বারে ক্যাশ ইন করে থাকি। ইচ্ছা করলে আপনি করতে পারেন। এই সাইট থেকে আয় করতে তেমন কোন অবিজ্ঞতা লাগে না। লাগে শুধু নেট সংযুক্ত একটি কম্পিউটার। তাহলে আপনি আয় করতে পারবে নেট থেকে আয়। এই আয়ের টাকা দিয়ে হয়ত আপনি বাড়ি গাড়ি কিছু করতে পারবেন না। কিন্তু আয় যে ১০০% নিচ্ছিত ভাবে করতে পারবেন এইটা আমি বলতে পারি। বিশ্বাস করুন বা নাই করুন এই সাইট থেকে আমি প্রতি মাসে বার করে নিজের পার্সোনাল নাম্বারে টাকা ক্যাশ ইন করি। http://shareyt.com

রবিবার, ১৯ জুন, ২০১৬

সুন্দর একটা হাসির গল্প


আবুল সিনেমা হলে সিনেমা দেখছে। আবুলের পাশের সিটে বসেছে এক বুড়ো। বুড়োর হাতে একটা ছোট পেপসির বোতল। বুড়ো মিনিট পরপর বোতলে চুমুক দিচ্ছে। নেমায় দুর্দান্ত এ্যাকশন চলছে। কিন্তু একটু পরপর বুড়ো পেপসির বোতলে চুমুক দেওয়ায় আবুলের খুব ডিসটার্ব হচ্ছে। এভাবে অনেকক্ষণ চলার পরে আবুল বিরক্ত হয়ে বুড়োর হাত থেকে পেপসির বোতলটা কেড়ে নিয়ে বললঃ এটুকু খেতে এতবার চুমুক দিতে হয়?!!!!