আলোচনার
বিষয় হল পায়খানার সাথে রক্ত যাওয়ার কারন কি ও সমস্যা সমাধানের উপায়
নিয়ে। অনেকেই এই সমস্যাই ভুগে কিন্তু আমাদের কেন যেন প্রকাশ করতে লজ্জা বা
দ্বিধা কাজ করে। বিশেষ করে মেয়েদের। আরে রোগ তো রোগই তাই না। আপন জনের
সঙ্গে শেয়ার করে সঠিক বেবস্থা নেওয়া অতিজরুরী।
পায়খানার
সাথে রক্ত যাওয়ার বিভিন্ন কারণ রয়েছে এর মধ্যে কোষ্ঠকাঠিন্য, ক্রনিক বা
দীর্ঘ মেয়াদি কাশি, ডায়রিয়া, গর্ভধারণ, লিভার সিরোসিস, প্রস্রাবে বাধা,
মলদ্বারের ক্যান্সার, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা সহ অনেক কারণ ইত্যাদি।
বিশেষ করে পায়খানার সাথে রক্ত গেলে তাকে আমরা পাইলস রোগ বলে থাকি। পাইলস
রোগটি সর্ব সাধারণের নিকট অর্শ বা অরিশ হিসেবে পরিচিত।
পাইলস
(অর্শ বা অরিশ) : পাইলস অতিপরিচিত একটি রোগ। মলত্যাগের সময় অতিরিক্ত চাপ
প্রয়োগ করা, জন্মগতভাবে দুর্বল ধমনি, দীর্ঘদিনের কাশি, কোষ্ঠকাঠিন্য বা
ডায়রিয়া, ভারী বস্তু বহন করতে হয় এমন কাজ, অতিরিক্ত ওজন, গর্ভাবস্থা
ইত্যাদি কারনে পাইলস (অর্শ বা অরিশ) হয়। এই রোগটি নিয়ে সুন্দর করে আলোচনা করা আছে বিস্তারিত জানতে এইখানে
ক্লিক করেন এখন নতুন একটি উইন্ডোজ আসবে তারপর ৫ সেকেন্ড অপেক্ষা করে ওপরে
ডান কোনে SKIPAD ক্লিক করলে পাবেন পাইলস (অর্শ বা অরিশ) রোগের মূল আলোচনার
বিষয়।
কোষ্ঠকাঠিন্য কিঃ
কোষ্ঠকাঠিন্য
হচ্ছে অনিয়মিত ও কষ্টকর মলত্যাগ। মল শক্ত হওয়া, পরিষ্কারভাবে মলত্যাগ না
হওয়া।ডাক্তারদের মতে কেউ যদি পর্যাপ্ত পরিমাণ আঁশযুক্ত খাবার গ্রহণ করার
পরও প্রতি সপ্তাহে তিনবারের কম পায়খানায় যায় তখনই এই অবস্থাকে
কোষ্ঠকাঠিন্য বলা হয়। কোষ্ঠকাঠিন্য নিয়ে বিস্তারিত জানতে উইকিপিডিয়ায় লিঙ্কটি ক্লিক করুন।
কোষ্ঠকাঠিন্যের কারণ :
কোষ্ঠ কাঠিন্য হলে কি করবেন ?
কিভাবে এর প্রতিকার করা যাবে:
চিকিৎসাঃ
কোষ্ঠকাঠিন্যের জন্য দায়ী যে ৬ টি খাবার ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে এইখানে ক্লিক
করেন। এখন নতুন একটি উইন্ডোজ আসবে তারপর ৫ সেকেন্ড অপেক্ষা করে ওপরে ডান
কোনে SKIPAD ক্লিক করলে পাবেন কোষ্ঠকাঠিন্য রোগের মূল আলোচনার বিষয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন