সবাইকে স্বাগতম

এই ব্লগ সাইট ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এ পেইজ গুরে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে আবার আসবেন। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। )

শনিবার, ৯ এপ্রিল, ২০১৬

না পড়লে বুঝতে পারবেন না দেশে কি চলতেছে ।

না পড়লে বুঝতে পারবেন না দেশে কি চলতেছে ।


১৭ মার্চ বিকেল বেলা আমরা বন্ধুরা মিলে সংসদ ভবন এলাকায় আড্ডা দিতে গেলাম, ওখানে গল্প করতে করতে রাত প্রায় ৮টা বাজে, আড্ডা শেষে সংসদ ভবনের সামনে দিয়ে আসতেছি এমন সময় চোখে পরলো এক ঘটনা , লাইনে লাইনে দাঁড়িয়ে আছে যৌন কর্মী মহিলারা । ওরা এমন পরিবেশে দাঁড়িয়ে আছে যেন কোন মুসলিম পরিবারের সুন্দরী পর্দা শীল নারী । অথছ সংসদ ভবনের এমন একটা এলাকায় যৌন কর্মীর মেলা । যেখানে সারাদিন পুলিশ হাটাচলা করে, আমার কথা সেখানে না, আমার কথা হচ্ছে তাদের কারনে কি আমাদের মা বোনদের পর্দা করে গর থেকে বের হলে সমস্যায় পড়তে হয়না ? এটা কি আসলে কারো চোখে পড়ে না নাকি দেখেও না দেখার বান করে থাকে ? অরাতো পর্দার মানসম্মান সব দুলয় মিসিয়ে দিল । এ বিষয়ে কারো মাথা বেথা আছে । এদের বিরুদ্দে কি আমরা মুসলিম ভাইয়েরা কোন পতিবাদ করতে পারি না । আমি মনে করি আপনারা যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আমার কথাটা গুরুত্তের সাথে দেখবেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন