আল্লাহভীরু এক ধনী বৃদ্ধ লোক
একদিন নিজের সন্তানকে ডেকে বলল: আমার বয়স হয়েছে, যেকোন দিন আমাকে চলে যেতে হবে আল্লাহ'র কাছে । আমার একটা শেষ অনুরোধ আছে তোমার কাছে,!! আমি মারা গেলে গোছলের পর যখন কাফন পরানো হবে, আমার পুরাতন মোজা গুলো আমাকে পরিয়ে দিও। ছেলে বলল: এটাতো কোন বড় চাওয়া না। আমি তোমার শেষ ইচ্ছা পুরন করব। এর কিছুদিন পর লোকটি মারা গেল। আত্মীয়, পড়শী সবাই আসল শেষবারের মত দাফনে অংশ নিতে। কাফন পরানো শেষ হলে শোকে কাতর ছেলের হঠাৎ মনে হল বাবা'র শেষ ইচ্ছের কথা,আর তখনি বাবার পুরাতন মোজা খুজে নিয়ে আসলো। কিন্তু মোজা পরাতে সবাই বাধা দিল। সবাইকে অনেক অনুরোধ করলেও কেউ রাজী হলনা না। কারণ তিন টুকরা সাদা কাপড় ছাড়া আরকিছু দেয়া মুসলমানদের দাফনের নিয়মে নেই। কিন্তু ছেলে অনড় বাবার ইচ্ছা পুরনে। এমনসময় তার বাবা'র এক বন্ধু এগিয়ে এসে ওকে বলল: গতকাল তোমার বাবা আমাকে একটা চিঠি দিয়ে বলেছিল, সে মারা গেলে আমি যেন এটা তোমাকে জানাজা'র সময় দেই।
ছেলে অবাক হয়ে চিঠি নিল আর পড়তে লাগল....