সবাইকে স্বাগতম

এই ব্লগ সাইট ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এ পেইজ গুরে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে আবার আসবেন। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। )

সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬

মোহাম্মদ নুর নবী / mohammad nur nabi সম্পর্কে জানুন

 মোহাম্মদ নুর নবী / mohammad nur nabi  সম্পর্কে জানুন 


                                     ''আল্লাহ্‌ সর্ব শক্তিমান''


আস-সালামু-আলাইকুম।পরম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম
আমার ধর্ম ইসলাম। জন্ম সুত্রে মুসলিম ।  আমার বিশ্বাস, কর্মই দেখাবে প্রাকৃতির পথ । অতি সাধারন একজন খেটে খাওয়া মানুষ । বাংলাদেশর চট্রগ্রাম জেলাই মিরসরাই থানার অন্তর্গত ১৩ নং মায়ানী ইউনিয়নের অধীনে ১ নং ওয়ার্ড এর মাঝে ছোট একটি গ্রাম নাম সৈদালী । একটি মধ্যবৃত্য পরিবারে আমার জর্ন্ম। পরিবারের চার ভাই এক বোনের মধ্যে আমি মেঝো । পরিবারের আর্থিক অবস্থা দুর্বল থাকার কারণে বেশী পড়া লেখা করার সু-ভাগ্য হইনি । দুঃখ কষ্টের সংসারে যখন পরা লেখা করতে পারচিলাম না তখন একটা চাকুরির সন্ধান করি। এক বড় 
mohammad nur nabi sylhet
ভাইয়ের সুবাদে একটি লজিস্টিক কোম্পানিতে (primex logistics int.) চাকুরি হয় । আল্লাহর রহমতে কোন রকম ভাবে প্রাকৃতির দিন গুলি পার হচ্ছে । আল্লাহর কাছে লাখো সুখরিয়া আপনাদের সাথে প্রযুকতির মাধ্যমে আলোচনা করতে পেরে । আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন, ভাল থাকবেন এই কামন করি । আমার জন্য সবাই দোয়া করবেন, এই বলে শেষ করলাম লেখা --- 
আল্লাহ হাপেয।    

                                                                   যোগাযোগের ঠিকেনাঃ-                                                                                   মোঃ নুর নবী  

                                 গ্রাম + পোস্টঃ  সৈদালী,আবুতোরাব

থানাঃ মিরসরাই

   জেলাঃ চট্টগ্রাম, বাংলাদেশ

                                        মোবাইল নং  ০১৮২৮৬৪১১৮৪-


mohammad nur nabi romna park

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

মজার একটা ভিডিও না দেখলে পুরাই মিস ।

মজার একটা ভিডিও না দেখলে পুরাই মিস । 

আজকে একটা মজার ভিডিও দিলাম লা দেখলে বুজতেই পারবেন না কেমন মজা পাবেন ।






সরকার ফেসবুক খুলে দিয়েছে

ফেসবুক খুলেছে


সরকার ফেসবুক খুলে দিয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ফেসবুক খোলার কথা প্রথম আলোকে নিশ্চিত করেন তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। 
জুনাইদ আহমেদ বলেন, ফেসবুক খুলে দেওয়ার সিদ্ধান্ত নয়, পুরোপুরি খুলে দেওয়া হয়েছে।
অবশ্য এখনো ডেস্কটপ ও কিছু মোবাইল ডিভাইস থেকে ফেসবুক দেখা যাচ্ছে না।
ফেসবুক খোলা প্রসঙ্গে জুনাইদ আহমেদ বলেন, ফেসবুক খুলে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। দেশের তরুণদের কথা মাথায় রেখে তিনি ফেসবুক খুলে দিতে অনুরোধ করেন। দেশের তরুণের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন ক্ষেত্রে তরুণেরা ফেসবুক না থাকায় সমস্যায় পড়ছিলেন। তাঁদের কথা মাথায় রেখে ফেসবুক খুলে দেওয়া হয়েছে।
ফেসবুক খুলে দেওয়া হলেও সরকারের বন্ধ করা অন্যান্য অ্যাপস এখনো চালু হয়নি।
জুনাইদ আহমেদ বলেন, ফেসবুকভিত্তিক অপরাধ কার্যক্রমের বিষয়টি ভবিষ্যতে সতর্কতার সঙ্গে দেখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১৮ নভেম্বর বুধবার থেকে ফেসবুক-ভাইবার-হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের কয়েকটি মাধ্যম বন্ধ করে দেয় সরকার। দুটি আলাদা নির্দেশনায় এসব মাধ্যম বন্ধ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে এ নির্দেশনা জারি করা হয় বলে বিটিআরসির কর্মকর্তারা জানান। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।
ওই দিন দুপুরে প্রথম নির্দেশনায় ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করার নির্দেশনা দেয় বিটিআরসি। পরে আরেকটি নির্দেশনায় লাইন, ট্যাংগো, হ্যাংআউটসহ আরও কয়েকটি মাধ্যম বন্ধের কথা জানানো হয়।
প্রথমআলো থেকে সংগ্রহ করা ।

বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

অনলাইন থেকে আয় করুন ।

অনলাইন থেকে আয় করুন ।

অনলিনাইন থেকে আয়ের অনেক সাইট আছে যা আমরা জানিনা, এই কারনে আমার এই পোস্ট , লেখার কোথাও ভুল থাকলে আগেই ক্ষমা ছেয়ে নিচ্ছি, আমার এই সাইট থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, ইনকাম করা টাকা আপনি মোবাইলে রিছারজ করতে পারবেন। এই সাইট থেকে আয় করতে হলে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনি আপনার সাইট এ এড দিতে হবে। যেমন ভিবিন্ন সফটওয়্যার ডাউনলোড করার মত আপনার এই যত বেশি ডাউনলোড হবে আপনি তত বেশি টাকা পাবেন । 

এখান ক্লিক করে রেজিস্টেশন করুন ।

এনড্রোয়েড মোবাইলের সব দরকারী কোড।

এনড্রোয়েড মোবাইল এর দরকারীকোড

আসসালামুয়ালাইকুম অনেক দিন পর আজকে একটা পোষ্ট দিলাম, সবাই কেমন আছেন আশাকরি ভাল, আমিও আপনাদের দোয়াই ভাল । এখন কার দিনে অনেকের হাতে এনড্রোয়েড মোবাইল সুতরাং মোবাইল থাকলে অনেক ভুল টিপা টিপির কারনে মোবালে সমস্যা দেখা দেয়। সমস্যার সমাধান হিসেবে আমার আজকে এই পোষ্ট । এনড্রোয়েড মোবাইল এর দরকারীকোড


এনড্রোয়েড মোবাইল এর দরকারীকোড দেখে নিন না দেখলে লস আপনারই হবে

.রিসেট ফোন- *2767*3855#
২.IMEI জানতে- *#06#৩.লক স্ট্যাটাস- *#7465625#
৪.ব্যাটারী ও ফোনের তথ্য- *#*#
4636#*#*
৫.FTA এর ভার্সন- *#*#1111#*#*
৬.টাচস্কীন কোড- *#*#2664#*#*
৭.ভাইব্রেট ও ব্যাকলাইট টেষ্ট- *#*#
0842#*#*...

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪

অনলাইন থেকে আয় করুন।

অনলাইন থেকে আয় করুন।

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?কেউ এর আগে এইপোষ্টটি পোষ্ট করে থাকলে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেনআর নয় ptc  সাইট এ ক্লিক করে আয়,তত সময় নাইএখন আয় হবে,সামাজিক যোগাযোগ সাইট এর মাধ্যমেএজন্য আপনার facebook, twitte, youtube, instagram, stumbleupon linkdin অ্যাকাউন্ট লাগবেসব গুলো না হলে ও ছলবেতবে সব গুলো অ্যাকাউন্ট থাকলে আপনি বেশী বেশী আয় করতে পারবেন খুবেই তারাতারিকাজ গুলো খুবেই সহজচলুন কাজ সম্পর্কে জেনে নেই
কি কি কাজ আছে?
কাজ গুলো হল অতি সাধারণফেসবুক এর কাজ Face-book page Like, dislike, photo post lik, photo post comment,করেTwitter এর কাজ twitter Follow, tweets, retweets করে YouTube এর কাজ youtube like, dislike, view, play, comment, favorite, subscribe করেinstagram এর কাজ instagram follow অথবা share করেstumbleupon এর কাজ stumbleupon follow অথবা share করে website traffic এর কাজ direct traffic, website traffic visit করে,এবং linkdin share করে কাজ করে আয় করা যায়
সাইট সম্পর্কে ধারনাঃ
এই সাইট এ টাকার অঙ্ককে coin হিসেবে প্রকাশ করা হয়আপনি যত coin কালেক্ট করবেন আপনার Level তত বারবেআপনি ২০০০ coin হলে আপনি বিকাশের মাধমে টাকা তুলতে পারবেন। Earn Coins এর প্রতিটি সেকশন থেকেই আপনি আয় করতে পারবেন যদি আপনার সব কয়টিতে Account থাকে

বুধবার, ১৪ মে, ২০১৪

ফেসবুক থেকে আয় করুন


ফেসবুক থেকে আয় করুন ।

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?কেউ এর আগে এইপোষ্টটি পোষ্ট করে থাকলে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেনআর নয় ptc  সাইট এ ক্লিক করে আয়,তত সময় নাইএখন আয় হবে,সামাজিক যোগাযোগ সাইট এর মাধ্যমেএজন্য আপনার facebook, twitte, youtube, instagram, stumbleupon linkdin অ্যাকাউন্ট লাগবেসব গুলো না হলে ও ছলবেতবে সব গুলো অ্যাকাউন্ট থাকলে আপনি বেশী বেশী আয় করতে পারবেন খুবেই তারাতারিকাজ গুলো খুবেই সহজচলুন কাজ সম্পর্কে জেনে নেই
কি কি কাজ আছে?
কাজ গুলো হল অতি সাধারণফেসবুক এর কাজ Face-book page Like, dislike, photo post lik, photo post comment,করেTwitter এর কাজ twitter Follow, tweets, retweets করে YouTube এর কাজ youtube like, dislike, view, play, comment, favorite, subscribe করেinstagram এর কাজ instagram follow অথবা share করেstumbleupon এর কাজ stumbleupon follow অথবা share করে website traffic এর কাজ direct traffic, website traffic visit করে,এবং linkdin share করে কাজ করে আয় করা যায়
সাইট সম্পর্কে ধারনাঃ
এই সাইট এ টাকার অঙ্ককে Point হিসেবে প্রকাশ করা হয়আপনি যত Point কালেক্ট করবেন আপনার Level তত বারবেআপনি ১০০০০ Point কালেক্ট &1 যোগ হবেReference করেওPoint বাড়ানো যায়এরা আপনাকে earn free points  এর প্রতিটি সেকশন ভিজিট এর জন্য ১-১১৫ পয়েন্ট দিবেEarn Coins এর প্রতিটি সেকশন থেকেই আপনি আয় করতে পারবেন যদি আপনার সব কয়টিতে Account থাকে
টাকা প্রদান কিভাবে করে?