সবাইকে স্বাগতম

এই ব্লগ সাইট ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এ পেইজ গুরে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে আবার আসবেন। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। )
অনলাইন থেকে টাকা আয়। লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অনলাইন থেকে টাকা আয়। লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৭ মে, ২০১৬

হরতালের কারণে পেছাল রবিবারের এইসএসসি পরীক্ষা

হরতালের কারণে পেছাল রবিবারের এইসএসসি পরীক্ষা


হরতালের কারণে ৮ মে রবিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। আট শিক্ষা বোর্ডের অধীনে এ দিনের এইচএসসি পরীক্ষা ৯ মে সোমবার অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার সময় পরিবর্তন করা হয়নি।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম ছায়েফ উল্লাহ জানান, মাদ্রাসা বোর্ডের অধীনে আলীমের ৮ মের পরীক্ষা আগামী ২২ মে অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয় উপসচিব সুবোধ চন্দ্র ঢালী জানিয়েছেন, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি (বিএম) একাদশ শ্রেণির আগামী রবিবারের দুপুর ২টার পরীক্ষা সোমবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে।
মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন বৃহস্পতিবার খারিজ করে মৃত্যুদণ্ডই বহাল রাখার প্রতিবাদে আগামী রবিবার ভোর ছয়টা থেকে দেশব্যাপী টানা ২৪ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে জামায়াত।

শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬

এবার আয় হবেই ।আয় করুন গ্রীণ রেড দিয়ে ।এডসেন্সের ছোট্ট বিকল্প ।

এবার আয় হবেই ।আয় করুন গ্রীণ রেড দিয়ে ।এডসেন্সের ছোট্ট বিকল্প ।



আমরা অনেকেই গুগল এডসেন্সের কথা জানি ।কিন্তু এটির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটি বাংলা সাইটে ব্যবহার করা যায়না ।
আমরা অনেকেই ইংরেজীতে তেমন দক্ষ নয় ।কিন্তু বাংলায় মোটামুটি টিউন লিখতে পারি ।তাহলে চলুন একটি ব্যক্তিগত ব্লগ বানিয়ে আয় শুরু করি ।
যা দরকারঃ
* একটি বাংলা ওয়েবসাইট
* মোটামুটি পপুলারিটি
ভাল পোস্ট ও শেয়ারিং করলে বেশি দিন লাগবেনা ।
* একটি পেইড ডোমেইন ।
আপাতত সাবডোমেইন নিয়েও কাজ চালাতে পারেন ।
কিভাবে আয় করবেন ?
চলুন জানা শুরু করি ।
প্রথম ধাপঃ রেজিষ্টার
* এই সাইটটিতে যান ।
* এড ক্লোজ করে প্রবেশ করুন
* Register করুন ।
* যা তথ্য চাইবে সেগুলো যথাযথ ভাবে পুরন করে রেজিষ্টার কম্প্লিট করুন ।
* ইমেইলের কনফার্মমেশন মেইল থেকে গিয়ে কনফার্ম করুন ।
এড কোড যেভাবে পাবেনঃ
* রেজিষ্ট্রেশন শেষ হলে লগইন করুন
* Add Your Website অপশনে ক্লিক করুন
* আপনার ওয়েবসাইটের তথ্য দিয়ে ফরমটি ফিলআপ করুন ।
* সাবমিট করুন ।
কয়েকটা দিন অপেক্ষা করুন ।প্রতিদিন Manage Your Website অপশনে গিয়ে দেখবেন যে আপনার এড আবেদন এপ্রোভ হয়েছে কিনা ।
আশা করি ২থেকে ৩দিনের মধ্যে এপ্রোভ হয় যাবে ।
যেভাবে এড কোড বসাবেনঃ
আপনাকে প্রথমে একটা বড় জাভাস্ক্রিপ্ট কোড দেবে ।আপনি কোডটি আপনার সাইটের ট্যাগটির ঠিক উপরে বসিয়ে দিবেন ।ওয়ার্ডপ্রেস ব্লগে এটি footer.php ফাইলে পাবেন ।

মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

নিজ ব্লগে চলন্ত লেখা যোগ করুন

কে না চায় নিজের ব্লগস্পট ব্লগ কে সুন্দর করে সবার সামনে প্রকাশ করতে। আপনার বল্গ কে আর সুন্দর করে যেন সাজিয়ে নিতে পারেন তেমন একটি HTML/JavaScrip কোড নিয়ে আসলাম। এই HTML/JavaScrip কোড ব্যাবহার করে। টেলিভিশনের নিচে চলত লেখা দিয়ে যেভাবে বিশেষ খবর শিরোনাম প্রকাশ করে। ঠিক তেমন করে আপনিও আপনার নিজ ব্লগ সাইটে খুব সহজ ভাবে চলত লেখা প্রকাশ করতে পারবেন। নীচের দেওয়া যে কোন একটি কোড চলন্ত লেখা জন্য ব্যাবহার করতে পারেন। যেমনঃ আমি একটি ব্যাবহার করে দেখাচ্ছি--


আপনি যে লেখা গুলি এনিমেটেড করতে চান সেগুলিএই লেখার বদলে লিখুন....

লেখা গুলি বাম থেকে ডানে দেখাতে নিচের কোড টি ইউজ করুন

<marquee direction="left">আপনি যে লেখা গুলি এনিমেটেড করতে চান সেগুলিএই লেখার বদলে লিখুন....</marquee>

সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬

শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬

ত্যাগ


ত্যাগ

  আপনাদের কি ইবোলা ভাইরাসের কথা মনে আছে ?
 সেই ইবোলা ভাইরাস নিয়ে আমার হৃদয় ছোয়া একটা গল্প । বেশি কিছু না বলে মূল গল্পে আসি,

                                                           প্রথম অংশ 

মজু মিয়া মিঞা বাড়ির বড় ছেলে । তার বড় ছেলেটা ঢাকার একটা ইউনিভার্সিটিতে পড়ে । বড় ছেলেকে নিয়ে তার স্বপ্নটা ও অনেক বড় । আর ছোট ছেলেটার পড়া লেখায় তেমন মন নেই । ঠিক মতো স্কুলে যাওয়া তো হয়না তার উপর সঙ্গপাঙ্গ নিয়ে পাড়ার বাজারের চায়ের দোকানে সারাক্ষন হইহুল্লাহ । তাইতো কেউ কেউ ছেলের কর্মের জন্য মজিদ মিয়ার কাছে হালকা নালিশ করে , ছেলেটাকে কি শাষন করোনা ? ওতো ভারী বেয়াদব হইতাছে ।
 মজু মিয়া তখন দাঁতের উপর দাঁত চেপে রাগে বিড় বিড় করে । আর ভাবে আমি আর কত বা করবো কাজের কথা বললে  কাজে ও আসেনা । পড়া লেখাও ঠিক মতো করে না , যদি নাই শুনে আমার আর কি ? চেষ্টাতো আমি করতাছি , বড় ছেলেটার চিন্তা করি না । এইতো আর একটা বছর ছেলেটার এম বি এ টা শেষ হলে উপরে ওয়ালার রহমতে একটা চাকুরী হয়ে গেলে ওর পথটা তো ও করে নিবে আমি আর একটা বছর কষ্ট করে টাকা পয়সা যোগান দিতে পারলে হয় ।
আশ্বিনের দুপুরে ঘাম জড়ানো শরীরে এগুলো ভাবে আর সবজির ক্ষেত পরিচর্যা করে মজু মিয়া ।
আজ রোদ পড়ছে বেশ , তাই মজু মিয়ার ভালোই পানির পিপাসা পেয়েছে । পানি পান করতে হলে ঐ যে বড় রাস্তার পাশের একটি বাড়িতে যেতে হবে । এ দিকে দুপুর গড়িয়েছে ক্ষেতের কাজ ও একটু বাকি , তাই মজু মিয়া চিন্তা করতাছে কাজটুকু শেরে একবারে চলে যাই । এরকম টা ভেবেই আবার ক্ষেতের কাজে মনোযোগ দেয় মজু । এমন সময় মজু মিয়া শুনতে পায় ,
মজু মিয়া  ও মজু মিয়া , দুপুরের খানা দানার কথা কি মনে নাই ? নাকি কাজ করতে করতে ভুলেই গেছো । আরে ও মিয়া এ দিকে আসো একটু গাছ তলায় বসে জিরাই নাও ।
মজু মিয়া সারা দিয়া বলে কে গনি ভাই, বহ আইতাছি ।
গনি মিয়া  মজু মিয়ার পাশের ক্ষেতের মালিক অতপর মজু মিয়া গামছাটা খুলে মুখের ঘাম মুছতে মুছতে এসে গনি মিয়ার সাথে গাছ তলাই বসে । গনি মিয়া একটা বিড়ি বের করে মজু মিয়াকে বলে,
ধরো বিড়িটা লাগাও, এত কাজ করে কি হবে? কাজ তো সারা জীবনও করলা ! মজু মিয়া বিড়িতে আগুন ধরাইয়া টানতে লাগলো । গনি মিয়া বলে তাতো মিয়া বড় ছেলেকে তো বহুত পড়ালেহা শিখাইতাছো,
হ' ভাই আপনাগো দোয়া । ভাই ,দোয়া করবেন আমার পোলাডা যেন মানুষ হইতে পারে ।
ধুর মিয়া কি যে কও ? তোমার পোলা তো আমাগো পোলা। দোয়া করি তোমার পোলা মানুষের মতো মানুষ হউক ।
তো মজু মিয়া , তোমার তো সুদিন আইতাছে তোমার আর কি চিন্তা ?
চিন্তা তো আছে গনি ভাই  ।
 সেটা আবার কি চিন্তা ? মজু মিয়া ।
 ভাই এই চিন্তাটা আমার ছোট ছেলে মমিন মিয়াকে নিয়ে,
হের আবার কি হইছে ?
কি আর হইবো পড়া লেখায় এক দম মন নাই তার উপর সারাদিন বখাটে ছেলেদের সাথে চলা পেরা, আমার কথা একদম হুনে না । সারাক্ষন আমার আড়ালে আড়ালে চলাফেরা করে , আমি যে এখন কি করি গনি ভাই ,এই চিন্তাটা সারাক্ষন মাথায় ঘুরা ঘুরি করে ।
তো মজু মিয়া তোমার মমিন মিয়ার বয়স কত অহনে ?
তা আর কত হইব ১৭-১৮ হইব আর কি ।

অনলাইন থেকে আয় করুন


অনলাইন থেকে আয় করুন ।  

আসসালামু আলাইকুম।আশা করি আপনারা ভালো আছেন।যারা অনলাইনে আয় করতে আগ্রহী তারা নিশ্চয়ই আমার পোষ্টটি দেখছেন। জি হ্যা বন্ধুরা এবার আপনারাও ঘরে বসে টাকা আয় করতে পারবেন বিটকয়েনের মাধ্যমে । আপনারা অনেকেই হয়তো ভাবছেন বিটকয়েন আবার কি?আপনারা জেনে অবাক হবেন যে বিটকয়েন একটি মুদ্রার নাম,যার বৈদেশিক মূল্য ২১৪ ডলার।আর আমরা অনেকেই হয়তো জানি এর একডলার সমান ৭৮ টাকা।তাই আর দেরি কেন?তাই আমরা এখন কাজে নেমে পড়ি। এর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে।প্রথমে বিটকয়েন রাখার জন্য একটি ওয়ালেট তৈরি করতে হবে।ওয়ালেট তৈরি করতে এখানে যান।তারপর সাইপ করে ফেলুন।দেখবেন ইমেইলে একটি ভেরিফিকেশন মেসেজ গেছে।সেখানে verify my account এ ক্লিক করুন। তারপর একাউন্টি ভেরিফাইড হয়ে গেলে আপনার একাউন্ট চালু হয়ে যাবে।আপনি তখন দেখতে পাবেন Balance মেনুটির নিচে wallet address লেখা আছে।সেখানে ক্লিক করুন।তারপর একটি উইন্ডোতে সবার নিচে একটি অদ্ভুদ ধরনের কোড দেখতে পাবেন।এই কোডটিকে বলা হয় ওয়ালেট এড্রেস।এই কোডটি এখন কপি করে নিন।যেহেতু আমাদের বিটকয়েন ওয়ালেট তৈরি হয়ে গেছে,তাই আমাদের এখন শুধু বিটকয়েন আয় করতে হবে ।এজন্য নানা ধরনের সাইট রয়েছে।তবে সবচেয়ে বিশ্বস্ত সাইটটি হলো Freebitco. এজন্য প্রথমে সাইটটিতে সাইন আপ করুন। সাইন আপ করতে এখানে ক্লিক করুন।একাউন্ট খোলার সময় wallet address এ প্রথমে কপি করা এড্রেসটি পাস্ট করুন।অর্থাত্‍ ঐ অদ্ভুত এড্রেসটা ।এখন একাউন্ট খোলা শেষ হলে সবার নিচে দেখুন লেখা আছে claim your bitcoin।সেটাতে ক্লিক করুন।পরবর্তী পেজে নিচের দিকে আপনারা একধরনের কেপচা দেখতে পাবেন।কেপচাটি সেখানকার বক্সে বসান।তারপর roll এ ক্লিক করুন।কেপচাটি সঠিক হলে আপনারা ৮০০ সেন্ট পাবেন।কেপচা পুরণের প্রতি ঘন্টায় ঘন্টায় আপনি কেপচা পূরণ করতে পারবেন।অর্থাত্‍ আপনি এক ঘন্টা পরপর কেপচা পাবেন।এছাড়াও এখানে একটি হাই-লো গেম রয়েছে যার মাধ্যমে আপনি আপনার আয়কে দিগুন করতে পারবেন।এজন্য আপনাকে multiply btc তে যেতে হবে।এক বিটকয়েন বা তার কম অংশ আপনি ফ্লেক্সিলোড করতে পারবেন।এজন্য আপনাকে www.bitrefill.com">এখানে যেতে হবেসেখানে নিজের কান্ট্রি সিলেক্ট করে নম্বর বসিয়ে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন।আজ আর নয়।সবাইকে ধন্যবাদ।সমস্যা হলে কমেন্ট করবেন । 

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬

অনলাইনে টাকা আয়

অনলাইনে টাকা আয় । 
অবসর সময়ে অনলাইনে বসে না থেকে টাকা আয় করতে পারেন ।আপনি কি অনলাইন থেকে টাকা আয়ের কথা ভাবছেন তাহলে এখনি এখান থেকে রেজিস্টেশন করে নিন, রেজিস্টেশন করতে এখানে ক্লিক করুন ।  

বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

অনলাইন থেকে আয় করুন ।

অনলাইন থেকে আয় করুন ।

অনলিনাইন থেকে আয়ের অনেক সাইট আছে যা আমরা জানিনা, এই কারনে আমার এই পোস্ট , লেখার কোথাও ভুল থাকলে আগেই ক্ষমা ছেয়ে নিচ্ছি, আমার এই সাইট থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, ইনকাম করা টাকা আপনি মোবাইলে রিছারজ করতে পারবেন। এই সাইট থেকে আয় করতে হলে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনি আপনার সাইট এ এড দিতে হবে। যেমন ভিবিন্ন সফটওয়্যার ডাউনলোড করার মত আপনার এই যত বেশি ডাউনলোড হবে আপনি তত বেশি টাকা পাবেন । 

এখান ক্লিক করে রেজিস্টেশন করুন ।

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪

অনলাইন থেকে আয় করুন।

অনলাইন থেকে আয় করুন।

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?কেউ এর আগে এইপোষ্টটি পোষ্ট করে থাকলে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেনআর নয় ptc  সাইট এ ক্লিক করে আয়,তত সময় নাইএখন আয় হবে,সামাজিক যোগাযোগ সাইট এর মাধ্যমেএজন্য আপনার facebook, twitte, youtube, instagram, stumbleupon linkdin অ্যাকাউন্ট লাগবেসব গুলো না হলে ও ছলবেতবে সব গুলো অ্যাকাউন্ট থাকলে আপনি বেশী বেশী আয় করতে পারবেন খুবেই তারাতারিকাজ গুলো খুবেই সহজচলুন কাজ সম্পর্কে জেনে নেই
কি কি কাজ আছে?
কাজ গুলো হল অতি সাধারণফেসবুক এর কাজ Face-book page Like, dislike, photo post lik, photo post comment,করেTwitter এর কাজ twitter Follow, tweets, retweets করে YouTube এর কাজ youtube like, dislike, view, play, comment, favorite, subscribe করেinstagram এর কাজ instagram follow অথবা share করেstumbleupon এর কাজ stumbleupon follow অথবা share করে website traffic এর কাজ direct traffic, website traffic visit করে,এবং linkdin share করে কাজ করে আয় করা যায়
সাইট সম্পর্কে ধারনাঃ
এই সাইট এ টাকার অঙ্ককে coin হিসেবে প্রকাশ করা হয়আপনি যত coin কালেক্ট করবেন আপনার Level তত বারবেআপনি ২০০০ coin হলে আপনি বিকাশের মাধমে টাকা তুলতে পারবেন। Earn Coins এর প্রতিটি সেকশন থেকেই আপনি আয় করতে পারবেন যদি আপনার সব কয়টিতে Account থাকে

বুধবার, ১৪ মে, ২০১৪

ফেসবুক থেকে আয় করুন


ফেসবুক থেকে আয় করুন ।

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?কেউ এর আগে এইপোষ্টটি পোষ্ট করে থাকলে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেনআর নয় ptc  সাইট এ ক্লিক করে আয়,তত সময় নাইএখন আয় হবে,সামাজিক যোগাযোগ সাইট এর মাধ্যমেএজন্য আপনার facebook, twitte, youtube, instagram, stumbleupon linkdin অ্যাকাউন্ট লাগবেসব গুলো না হলে ও ছলবেতবে সব গুলো অ্যাকাউন্ট থাকলে আপনি বেশী বেশী আয় করতে পারবেন খুবেই তারাতারিকাজ গুলো খুবেই সহজচলুন কাজ সম্পর্কে জেনে নেই
কি কি কাজ আছে?
কাজ গুলো হল অতি সাধারণফেসবুক এর কাজ Face-book page Like, dislike, photo post lik, photo post comment,করেTwitter এর কাজ twitter Follow, tweets, retweets করে YouTube এর কাজ youtube like, dislike, view, play, comment, favorite, subscribe করেinstagram এর কাজ instagram follow অথবা share করেstumbleupon এর কাজ stumbleupon follow অথবা share করে website traffic এর কাজ direct traffic, website traffic visit করে,এবং linkdin share করে কাজ করে আয় করা যায়
সাইট সম্পর্কে ধারনাঃ
এই সাইট এ টাকার অঙ্ককে Point হিসেবে প্রকাশ করা হয়আপনি যত Point কালেক্ট করবেন আপনার Level তত বারবেআপনি ১০০০০ Point কালেক্ট &1 যোগ হবেReference করেওPoint বাড়ানো যায়এরা আপনাকে earn free points  এর প্রতিটি সেকশন ভিজিট এর জন্য ১-১১৫ পয়েন্ট দিবেEarn Coins এর প্রতিটি সেকশন থেকেই আপনি আয় করতে পারবেন যদি আপনার সব কয়টিতে Account থাকে
টাকা প্রদান কিভাবে করে?