সবাইকে স্বাগতম

এই ব্লগ সাইট ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এ পেইজ গুরে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে আবার আসবেন। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। )

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

মজার একটা ভিডিও না দেখলে পুরাই মিস ।

মজার একটা ভিডিও না দেখলে পুরাই মিস । 

আজকে একটা মজার ভিডিও দিলাম লা দেখলে বুজতেই পারবেন না কেমন মজা পাবেন ।






সরকার ফেসবুক খুলে দিয়েছে

ফেসবুক খুলেছে


সরকার ফেসবুক খুলে দিয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ফেসবুক খোলার কথা প্রথম আলোকে নিশ্চিত করেন তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। 
জুনাইদ আহমেদ বলেন, ফেসবুক খুলে দেওয়ার সিদ্ধান্ত নয়, পুরোপুরি খুলে দেওয়া হয়েছে।
অবশ্য এখনো ডেস্কটপ ও কিছু মোবাইল ডিভাইস থেকে ফেসবুক দেখা যাচ্ছে না।
ফেসবুক খোলা প্রসঙ্গে জুনাইদ আহমেদ বলেন, ফেসবুক খুলে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। দেশের তরুণদের কথা মাথায় রেখে তিনি ফেসবুক খুলে দিতে অনুরোধ করেন। দেশের তরুণের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন ক্ষেত্রে তরুণেরা ফেসবুক না থাকায় সমস্যায় পড়ছিলেন। তাঁদের কথা মাথায় রেখে ফেসবুক খুলে দেওয়া হয়েছে।
ফেসবুক খুলে দেওয়া হলেও সরকারের বন্ধ করা অন্যান্য অ্যাপস এখনো চালু হয়নি।
জুনাইদ আহমেদ বলেন, ফেসবুকভিত্তিক অপরাধ কার্যক্রমের বিষয়টি ভবিষ্যতে সতর্কতার সঙ্গে দেখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১৮ নভেম্বর বুধবার থেকে ফেসবুক-ভাইবার-হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের কয়েকটি মাধ্যম বন্ধ করে দেয় সরকার। দুটি আলাদা নির্দেশনায় এসব মাধ্যম বন্ধ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে এ নির্দেশনা জারি করা হয় বলে বিটিআরসির কর্মকর্তারা জানান। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।
ওই দিন দুপুরে প্রথম নির্দেশনায় ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করার নির্দেশনা দেয় বিটিআরসি। পরে আরেকটি নির্দেশনায় লাইন, ট্যাংগো, হ্যাংআউটসহ আরও কয়েকটি মাধ্যম বন্ধের কথা জানানো হয়।
প্রথমআলো থেকে সংগ্রহ করা ।

বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

অনলাইন থেকে আয় করুন ।

অনলাইন থেকে আয় করুন ।

অনলিনাইন থেকে আয়ের অনেক সাইট আছে যা আমরা জানিনা, এই কারনে আমার এই পোস্ট , লেখার কোথাও ভুল থাকলে আগেই ক্ষমা ছেয়ে নিচ্ছি, আমার এই সাইট থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, ইনকাম করা টাকা আপনি মোবাইলে রিছারজ করতে পারবেন। এই সাইট থেকে আয় করতে হলে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনি আপনার সাইট এ এড দিতে হবে। যেমন ভিবিন্ন সফটওয়্যার ডাউনলোড করার মত আপনার এই যত বেশি ডাউনলোড হবে আপনি তত বেশি টাকা পাবেন । 

এখান ক্লিক করে রেজিস্টেশন করুন ।

এনড্রোয়েড মোবাইলের সব দরকারী কোড।

এনড্রোয়েড মোবাইল এর দরকারীকোড

আসসালামুয়ালাইকুম অনেক দিন পর আজকে একটা পোষ্ট দিলাম, সবাই কেমন আছেন আশাকরি ভাল, আমিও আপনাদের দোয়াই ভাল । এখন কার দিনে অনেকের হাতে এনড্রোয়েড মোবাইল সুতরাং মোবাইল থাকলে অনেক ভুল টিপা টিপির কারনে মোবালে সমস্যা দেখা দেয়। সমস্যার সমাধান হিসেবে আমার আজকে এই পোষ্ট । এনড্রোয়েড মোবাইল এর দরকারীকোড


এনড্রোয়েড মোবাইল এর দরকারীকোড দেখে নিন না দেখলে লস আপনারই হবে

.রিসেট ফোন- *2767*3855#
২.IMEI জানতে- *#06#৩.লক স্ট্যাটাস- *#7465625#
৪.ব্যাটারী ও ফোনের তথ্য- *#*#
4636#*#*
৫.FTA এর ভার্সন- *#*#1111#*#*
৬.টাচস্কীন কোড- *#*#2664#*#*
৭.ভাইব্রেট ও ব্যাকলাইট টেষ্ট- *#*#
0842#*#*...