সবাইকে স্বাগতম

এই ব্লগ সাইট ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এ পেইজ গুরে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে আবার আসবেন। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। )

মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭

জেনে নিন পাইলস থেকে দ্রুত মুক্তির উপায় !

জেনে নিন পাইলস থেকে দ্রুত মুক্তির উপায় !

পাইলস বা অর্শ হলো মলদ্বারে এক ধরনের রোগ যেখানে রক্তনালীগুলো বড় হয়ে গিয়ে ভাসকুলার কুশন তৈরি করে। এটি অস্বস্তিকর এবং অসহনীয় একটি সমস্যা।শিশুসহ যে কোন বয়সের লোকই এ রোগে আক্রান্ত হতে পারেন। এটি মলদ্বারের ভেতরে কিংবা বাইরেও হতে পারে। পাইলস হলে চুলকানি বা রক্তক্ষরণ হয়।

বিশেষজ্ঞদের মতে, এশিয়া মহাদেশের মোট জনসংখ্যার প্রায় ৫৫ শতাংশ মানুষ তাদের জীবনের কোনো না কোনো সময়ে পাইলসের রোগে আক্রান্ত হন।অনেক করণে এ রোগ হতে পারে। যেমন- কনস্টিপেশন, ক্রনিক ডায়ারিয়া, পারিবারিক ইতিহাস, ফাইবার সমৃদ্ধ খাবার কম খাওয়া, অতিরিক্ত ওজন, অ্যালার্জি, মাত্রাতিরিক্ত শরীরচর্চা, প্রেগন্যান্সি, অনেকক্ষণ ধরে পটি করার অভ্যাস প্রভৃতি। আধুনিক ওষুধ বা অপারেশনের সাহায্যে এ রোগের চিকিৎসা করা যেতে পারে।
তবে বিশেষজ্ঞদের মতে, ঘরোয়া পদ্ধতিগুলির এক্ষত্রে দারুণ কাজে আসে। ঘরোয়া এ সহজ পদ্ধতিগুলিকে কাজে লাগিয়ে পাইলসের একাধিক লক্ষণকে নিমেষে কাবু করা যায়।তাই আপারেশনের সিদ্ধান্ত নেয়ার আগে এ ঘরোয়া পদ্ধতিগুলিকে একটু কাজে লাগিয়ে দেখুন, উপকার পাবেন!

মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএ/বিএসএস রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি

*বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়  বিএ/বিএসএস শিক্ষার্থীদের জন্য*
# ---- রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি ------#
বাউবি পরিচালিত ০৩ বছর মেয়াদি বিএ/বিএসএস প্রোগ্রামের ২০১৬ ব্যাচ এবং তৎপূর্ববর্তী ব্যাচসমূহের ৩য় ও ৪র্থ এবং ২০১৫ ব্যাচ এবং তৎপূর্ববর্তী ব্যাচসমূহের ৫ম ও ৬ষ্ঠ সিমেস্টারের রেজিস্ট্রেশন ফি জমাদানের তারিখ আগামী ০৯/১১/২০১৭ খ্রি. তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশনের ফি জমা করতে হবে।
৩য় হতে ৫ম পর্যন্ত ২৬০০(২৫০০+১০০), এবং ৬ষ্ঠ সিমেস্টার ৩৪০০(৩৩০০+১০০) জমা করতে হবে।
অনেকে ইন বক্সে আমাকে প্রশ্ন করায় তারিখ নেই বলেছিলাম। তাই সকলকে অনুরোধ করছি, আপনার যেসব বন্ধু এখনো রেজিস্ট্রেশন করতে পারেননি, তাদের মেসেসটি পৌছে দিন।
ড. মো: আজিজুল হক
আঞ্চলিক পরিচালক, বাউবি
রংপুর আঞ্চলিক কেন্দ্র।
সংগৃহীত # facebook #