শনিবার, ১২ মে, ২০১৮
মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭
জেনে নিন পাইলস থেকে দ্রুত মুক্তির উপায় !
জেনে নিন পাইলস থেকে দ্রুত মুক্তির উপায় !
পাইলস বা অর্শ হলো মলদ্বারে এক ধরনের রোগ যেখানে রক্তনালীগুলো বড় হয়ে গিয়ে ভাসকুলার কুশন তৈরি করে। এটি অস্বস্তিকর এবং অসহনীয় একটি সমস্যা।শিশুসহ যে কোন বয়সের লোকই এ রোগে আক্রান্ত হতে পারেন। এটি মলদ্বারের ভেতরে কিংবা বাইরেও হতে পারে। পাইলস হলে চুলকানি বা রক্তক্ষরণ হয়।
বিশেষজ্ঞদের মতে, এশিয়া মহাদেশের মোট জনসংখ্যার প্রায় ৫৫ শতাংশ মানুষ তাদের জীবনের কোনো না কোনো সময়ে পাইলসের রোগে আক্রান্ত হন।অনেক করণে এ রোগ হতে পারে। যেমন- কনস্টিপেশন, ক্রনিক ডায়ারিয়া, পারিবারিক ইতিহাস, ফাইবার সমৃদ্ধ খাবার কম খাওয়া, অতিরিক্ত ওজন, অ্যালার্জি, মাত্রাতিরিক্ত শরীরচর্চা, প্রেগন্যান্সি, অনেকক্ষণ ধরে পটি করার অভ্যাস প্রভৃতি। আধুনিক ওষুধ বা অপারেশনের সাহায্যে এ রোগের চিকিৎসা করা যেতে পারে।
তবে বিশেষজ্ঞদের মতে, ঘরোয়া পদ্ধতিগুলির এক্ষত্রে দারুণ কাজে আসে। ঘরোয়া এ সহজ পদ্ধতিগুলিকে কাজে লাগিয়ে পাইলসের একাধিক লক্ষণকে নিমেষে কাবু করা যায়।তাই আপারেশনের সিদ্ধান্ত নেয়ার আগে এ ঘরোয়া পদ্ধতিগুলিকে একটু কাজে লাগিয়ে দেখুন, উপকার পাবেন!
মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএ/বিএসএস রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি
*বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএ/বিএসএস শিক্ষার্থীদের জন্য*
# ---- রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি ------#
বাউবি পরিচালিত ০৩ বছর মেয়াদি বিএ/বিএসএস প্রোগ্রামের ২০১৬ ব্যাচ এবং তৎপূর্ববর্তী ব্যাচসমূহের ৩য় ও ৪র্থ এবং ২০১৫ ব্যাচ এবং তৎপূর্ববর্তী ব্যাচসমূহের ৫ম ও ৬ষ্ঠ সিমেস্টারের রেজিস্ট্রেশন ফি জমাদানের তারিখ আগামী ০৯/১১/২০১৭ খ্রি. তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশনের ফি জমা করতে হবে।
৩য় হতে ৫ম পর্যন্ত ২৬০০(২৫০০+১০০), এবং ৬ষ্ঠ সিমেস্টার ৩৪০০(৩৩০০+১০০) জমা করতে হবে।
অনেকে ইন বক্সে আমাকে প্রশ্ন করায় তারিখ নেই বলেছিলাম। তাই সকলকে অনুরোধ করছি, আপনার যেসব বন্ধু এখনো রেজিস্ট্রেশন করতে পারেননি, তাদের মেসেসটি পৌছে দিন।
ড. মো: আজিজুল হক
আঞ্চলিক পরিচালক, বাউবি
রংপুর আঞ্চলিক কেন্দ্র।
৩য় হতে ৫ম পর্যন্ত ২৬০০(২৫০০+১০০), এবং ৬ষ্ঠ সিমেস্টার ৩৪০০(৩৩০০+১০০) জমা করতে হবে।
অনেকে ইন বক্সে আমাকে প্রশ্ন করায় তারিখ নেই বলেছিলাম। তাই সকলকে অনুরোধ করছি, আপনার যেসব বন্ধু এখনো রেজিস্ট্রেশন করতে পারেননি, তাদের মেসেসটি পৌছে দিন।
ড. মো: আজিজুল হক
আঞ্চলিক পরিচালক, বাউবি
রংপুর আঞ্চলিক কেন্দ্র।
সংগৃহীত # facebook #
বুধবার, ৭ জুন, ২০১৭
মাথা ব্যথার কার্য করি একটা দোয়া।
শরীর প্রচন্ড ব্যথা অনুভব করলে কি দোয়া পড়বেন? প্রচন্ড মাথা ব্যথা?
শরীরে ব্যথা অনুভব করলে কি দুয়া পড়তে হবে ?প্রচন্ড মাথা ব্যথা?কি করবেন কিছুই বুঝতে পারছেন না, আবার এদিকে ব্যথাও সহ্য করতে পারছেন না?আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ওবিশ্বাস নিয়ে আল্লাহকে স্মরণ করুন ও তাঁর কাছে সাহায্য প্রার্থনা করুন।
আর এই দুয়া পড়ুন, ইন শা ’আল্লাহ ভালো হয়ে যাবে।শরীরের যে জায়গায় ব্যথাসেখানে হাত রেখে প্রথমেতিনবার পড়বেন,ﺑِﺴْﻢِ ﺍﻟﻠﻪِউচ্চারণঃ বিসমিল্লাহ।অর্থঃ আল্লাহর নামে শুরু।তারপর সাতবারﺃَﻋُﻮْﺫُ ﺑِﺎﻟﻠﻪِ ﻭَﻗُﺪْﺭَﺗِﻪِ ﻣِﻦْ ﺷَﺮِّ ﻣَﺎ ﺃَﺟِﺪُﻭَﺃُﺣَﺎﺫِﺭُ .উচ্চারণঃ আ'উযু বিল্লাহি ওয়াকুদরাতিহী মিন শাররি মা আযিদু ওউহা'যিরু।অর্থঃ যে ক্ষতি আমি অনুভবকরছি এবং যার আমি আশংকা করছি তাহতে আমি আল্লাহর মর্যাদা এবংকুদরতের মাধ্যমে আল্লাহরকাছে আশ্রয় প্রার্থনা করছি।মুসলিম-৪/১৭২৮।এই দুয়া শরীরের যেকোনো জায়গায় ব্যথা হলেসেখানে হাত রেখে পড়াযাবে।*** মনে রাখবেন, দুয়া কাজকরে আপনি কতটুকু আন্তরিকতাও বিশ্বাস নিয়ে আল্লাহর কাছেদুয়া করছেন তার উপরে।আপনার নিয়ত যদি হয়, আচ্ছা দুয়াকরেই দেখি কাজ করে কিনা –এইরকম, বেশিরভাগ সম্ভাবনাআল্লাহ
❤☺দুয়া কবুল করবেন না।দুয়া কবুল হওয়ার একটা শর্তহচ্ছে, “ আল্লাহ আমার দুয়া কবুলকরবেন ” এই বিশ্বাস ও আশানিয়ে দুয়া করা এবং “ আমার দুয়াকবুল হবে কি হবেনা” –এইরকমসন্দেহ বা নিরাশা অন্তরেরমধ্যে না রাখা।বিঃদ্রঃ অনেকের পক্ষেহয়তো মুখস্থ করা সম্ভবহবেনা, তারা “ হিসনুল মুসলিম ”বইয়ের ২৮০ নাম্বার পৃষ্ঠায়পেয়ে যাবেন। যখন দরকারবই খুলে দেখে দেখেদুয়াটা পড়তে পারবেন,কোনো ক্ষতি নেই। অথবাসূচীপত্র থেকে “ যেব্যক্তি শরীরে ব্যথা অনুভবকরছে সে কি করবে ” এইঅধ্যায় দেখে খুঁজে নিতেপারবেন।*** “ নেওয়ামুল কুরআন” নামকবইয়ে যেই সমস্ত আজাইর্যা ওভিত্তিহীন দুয়া ও জিকির দেওয়াআছে সেগুলো থেকেবিরত থাকবেন। এই বইটার ৯৫%দুয়া ও জিকির ম্যান মেড, অনেকশিরক ও কুফুরীও দেওয়াআছে।বাসায় থাকলে উচিত হবেবইটা নদীতে ডুবিয়ে দেওয়াবা আগুনে পুড়িয়ে ফেলা। সংগৃহীত
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)