সবাইকে স্বাগতম

এই ব্লগ সাইট ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এ পেইজ গুরে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে আবার আসবেন। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। )

শুক্রবার, ৩ জুন, ২০১৬

বিয়ে নিয়ে বিশেষ কিছু কথা



বিয়ে প্রতিটি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু ছেলেদের থেকে মেয়েদের জীবনে বিয়ে একটু বিশেষ গুরুত্ব রাখে। তাই বিয়ের আগে মেয়েদের মনে কোনো প্রশ্ন জাগলে সেটার উত্তর জেনে নেয়া জরুরি। না হলে বিয়ের পরে সমস্যার সৃষ্টি হতে পারে। শুধু মেয়েরাই বা কেন, ছেলেদেরও এই বিষয়গুলো জেনে নেয়া ভালো। এতে সংসারে সমস্যা কম হয়। বিশেষ করে সম্বন্ধ করে বিয়ের সময় ধরনের সমস্যা বেশি সৃষ্টি হয়। জেনে নেওয়া যাক কোন বিষয়গুলো বিয়ের আগেই জেনে নিতে হবে-
প্রথমেই জেনে নিন বিয়েটা পাত্র/পাত্রীর নিজের ইচ্ছায় হচ্ছে, নাকি পরিবারের চাপে। পরিবারের চাপে হলে বিয়ের পরে সংসারে পাত্র/পাত্রীর মন নাও থাকতে পারে। সেক্ষেত্রে বিষয়টা জেনে নেওয়া ভালো আপনি যদি

বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

কে বেশী চালাক বাবা নাকি ছেলে ?

কে বেশী চালাক বাবা নাকি ছেলে ? 

গ্রাম থেকে বাপ নিজের ছেলের সাথে দেখাকরতে শহরে এল। গিয়ে দেখলো, তারছেলের সাথেএকটা খুব সুন্দরী মেয়েও থাকে। রাতে তিন জন যখন এক সাথে ডিনার টেবিলে বসলো, বাবা জিজ্ঞেস করলো--

"তোর সাথে এই মেয়েটি কে রে..?"
ছেলে : বাবা, সে আমার রুম পার্টনার আর আমার সাথেই থাকে। তুমি এটা নিয়ে কি কি ভাবছ, সেটা আমি জানি। কিন্তু আমাদের দুজনের মধ্যে সে রকম কোন সম্পর্ক নেই। আমাদের দুজনেরই আলাদা আলাদা কামড়া আর আমরা দুজনে আলাদা আলাদা বেডে ঘুমাই। আমরা দু'জন শুধু খুব ভাল বন্ধু। 
বাপ : ঠিক আছে বেটা। পরের দিন বাপ নিজের গ্রামে চলে গেল। 

এক সপ্তাহ পর মেয়েটি ছেলেটিকে বলছে-- "শুনো, গত রবিবার তোমার বাবা যে প্লেটে ডিনার করেছিলেন, ওই প্লেটটা খুঁজে পাচ্ছিনা। আমার সন্দেহ তোমার বাবাই এটা চুরি করে নিয়ে গেছেন। ছেলেটি রেগে গিয়ে বলল--"শাট আপ...তুমি এসব কি বলছো..?" 
মেয়েটি বলল--"তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখোনা, জিজ্ঞেস করতে কি আপত্তি..?" ছেলেটি বলল--"OK,

এক রাজা এবং তার চাকরের গল্প সব সময় আল্লাহর উপর ভরসা রাখ


এক রাজার এক চাকর ছিল। চাকরটা সবসময় যেকোন অবস্থাতেই রাজাকে বলত, “রাজা মশাই, কখনো মন খারাপ করবেন না। কেননা আল্লাহ যা করেন তার সব কিছুই নিখুঁত সঠিক। 

একবার তারা শিকারে যেয়ে নিজেরাই এক হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হলো। রাজার চাকর সেই প্রাণীকে মারতে পারলেও, ততক্ষণে রাজা তার একটা আঙুল খুইয়ে বসেছেন। রাগে- যন্ত্রণায়-ক্ষোভে রাজা ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, “আল্লাহ যদি ভালোই হবে তাহলে আজকে শিকারে এসে আমার আঙুল হারাতে হতো না। 
চাকর বলল, “এতকিছুর পরও আমি শুধু আপনাকে এটাই বলব, আল্লাহ সব সময়ই ভালো সঠিক কাজই করেন; কোনো ভুল করেন না। চাকরের এই কথায় আরও বিরক্ত হয়ে


রাজা তাকে জেলে পাঠানোর হুকুম দিলেন। এরপর একদিন রাজা আবার শিকারে বের হলেন। এবার তিনি একদল বন্য মানুষের হাতে বন্দি হলেন। এরা তাদের দেবদেবীর উদ্দেশ্যে মানুষকে বলি দিত। বলি দিতে যেয়ে তারা দেখল যে, রাজার একটা আঙুল নেই। তারা এমন বিকলাঙ্গ কাউকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি হলো না। তাই তারা রাজাকে ছেড়ে দিল। প্রাসাদে ফিরে এসে তিনি তার সেই পুরোনো চাকরকে মুক্ত করে দেওয়ার হুকুম দিলেন। চাকরকে এনে বললেন,”ভাই, আল্লাহ আসলেই ভালো। আমি আজ প্রায় মরতেই বসেছিলাম। কিন্তু আঙুল না-থাকার কারণে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি।তবে আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ ভালো, এটা তো বুঝলাম। কিন্তু তাহলে তিনি আমাকে দিয়ে তোমাকে জেলে পুরলেন কেন?”চাকর বলল, “রাজামশাই, আমি যদি আজ আপনার সাথে থাকতাম, তাহলে আপনার বদলে আজ আমি কোরবান হয়ে যেতাম। আপনার আঙুল ছিল না, কিন্তু আমার তো ছিল। কাজেই আল্লাহ যা করেন সেটাই সঠিক, তিনি কখনো কোনো ভুল করেন না।

বুধবার, ১ জুন, ২০১৬

কাশির সঙ্গে রক্ত

কাশির সঙ্গে রক্ত বেরোলে তার কারণ খুঁজে বের করতে হবে, সেই রক্তের পরিমাণ কম-বেশি যা- হোক। জেনে নিন, কী কী কারণে এমনটা হতে পারে
* ধূমপানের কারণে দীর্ঘমেয়াদি কাশি, শুকনো কাশির আকস্মিক পরিবর্তন, কাশির দমক ক্রমাগত বৃদ্ধি, শিল্পকারখানায় কাজকর্ম এবং তামাক সেবনের অভ্যাস ইত্যাদি কারণে কাশির সঙ্গে রক্ত যেতে পারে। এটা ফুসফুসের ক্যানসারের উপসর্গও হতে পারে
* কাশি কাশির সঙ্গে রক্ত যাওয়ার পাশাপাশি অল্প অল্প জ্বর, সন্ধ্যাবেলায় জ্বর, খাবারে অরুচি, শরীরের ওজন হ্রাস, ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস, রাতে শরীরে ঘাম ইত্যাদি যক্ষ্মা রোগের লক্ষণ। ফুসফুসের পুরোনো প্রদাহ, যক্ষ্মা ইত্যাদি থাকলে পরবর্তী সময়ে ফুসফুসে ছিদ্র হতে পারে। ফলে সকালের দিকে রক্তমাখা কাশি বেরোতে পারে। ফুসফুসে ফোঁড়া হলেও কাঁপুনি দিয়ে জ্বর এবং রক্তমাখা কাশি হতে পারে
* হৃদ্রোগের কারণেও কাশির সঙ্গে রক্ত যেতে পারে


এতে বুক ধড়ফড় এবং অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠার মতো লক্ষণ থাকতে পারে। ছাড়া বুকে আঘাতের কারণে এবং রক্তনালি রক্তের নানা রোগ, কিছু ওষুধের প্রতিক্রিয়ায় যেকোনো ধরনের অস্বাভাবিক রক্তপাতের মতো কাশির সঙ্গেও রক্ত যায়। খুব সাধারণ কিছু সমস্যায় কাশির সঙ্গে অল্প রক্ত যেতে পারে। যেমন: সাইনুসাইটিস। এতে গলা ফ্যাস ফ্যাস, ঠান্ডা লাগা, নাক দিয়ে রক্তপাত ইত্যাদি হয়ে থাকে
যক্ষ্মার সুচিকিৎসা আছে এবং পূর্ণ মেয়াদে ঠিকমতো ওষুধ খেলে রোগ পুরোপুরি সেরে যাবে। ফুসফুসের কিছু ক্যানসারও সময়মতো ধরা পড়লে চিকিৎসার আওতায় আনা যায়

বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল

লিংক সুত্রঃ এইখান থেকে সংগৃহীত