সবাইকে স্বাগতম

এই ব্লগ সাইট ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এ পেইজ গুরে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে আবার আসবেন। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। )

শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

আপনার কম্পিউটার এ উইনডোজ একটিব লেখা অফ করবেন কিভাবে windows active show off

 আপনার কম্পিউটার এ উইনডোজ একটিব লেখা অফ করবেন কিভাবে??

প্রথমে কির্বোড এ WINDOWS + R এক সাথে চাপ দিন, তার রান আসলে  cmd লিখুন 


তার পর নিচের ছবির মত আসবে , ওখানে প্রথমে এস্পেস দিয়ে তার হাইপেন দিয়ে বড় হাতের অক্ষরে লিখবেন TESTSIGNING তার এস্পেস দিয়ে OFF  লিখে কেটে বের হয়ে কম্পিউটার রিস্টেট দিন দেখবেন আর WINDOWS ACTIVE দেখাচ্ছেনা।

না পারলে আমার সাথে যোগাযোগ করুন কমেন্ট এ 

শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

HSC RESULT 2023 + MARKSHEET মার্কসিট সহ এইস এস সি রেজাল্ট 2023 সাবর আগে




মার্কসিট সহ   এইস এস সি রেজাল্ট 2023 সাবর আগে 


 আজ 11/26/2023 এইস এস সি রেজাল্ট সকাল 11 টায় প্রকাশ করা হবে।  সাবর আগে  পেতে এখানে ক্লিক করুন। রোল নং এবং রেজিস্ট্রশন নং কমেন্ট বক্সে টাইপ করে দিন আমি বের করে দিচ্ছি 

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

অনলাইনে নামজারি করতে কি কি লাগে ?

বর্তমান সময়ে নামজারি অনেক সহজ হয়ে গেছে
নামজারি করার জন্য প্রথমে আপনাকে ভূমি মন্ত্রণালয়ের ওয়েব সাইটে গিয়ে অনলাইন নামজারি সিস্টেমে অনলাইন আবেদন করতে হবে এবং আবেদন ট্র্যাকিং নামে দুইটা অংশ রয়েছে। বাম পাশে অনলাইন আবেদন করুন,অংশের নীচে নামজারি আবেদনের জন্য ক্লিক করুন- লেখায় ক্লিক করলে আবেদন ফর্ম আসবে। ‍নির্ভুলভাবে সেই ফরম পূরণ এবং প্রয়োজনীয় ডকুমেন্ট  সংযুক্ত করে আবেদন জানাতে হবে। 


ভূমি মন্ত্রণালয়েল  অনলাইন নামজারি লিংক


নামজারি করতে কি কি কাগজ পত্র লাগে ?


নির্ভূল ফরম পূরণ এবং সঠিক তথ্য প্রদানের ফলে নামজারি আবেদন নিষ্পত্তি সহজতর হয়। বিভিন্ন ভুল বা তথ্যের গরমিলের কারণে নামজারি আবেদন নামঞ্জুর হয়ে থাকে। আবেদনকারীকে এই নির্দেশিকা ভালভাবে পাঠ করে ও বুঝে সঠিকভাবে পূর্ব-প্রস্স্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা হলো ।
১। নামজারির আবেদন সর্বশেষ জরিপ রেকর্ডের ভিত্তিতেইহবে, সেমতে আপনাকে আপনার এলাকার জন্য SA/MRS,RS/BS,CS যা প্রযোজ্য জরিপটি সিলেক্ট করতে হবে, এজন্য আপনি এ বিষয়ে আগেই নিশ্চিত হয়ে সিলেক্ট করবেন।
২। আবেদন ফরমটি পূরণের সময় আপনাকে নিম্নোক্ত তথ্যসমূহ টাইপ করে দিতে হবে-
  • দলিলসূত্রে জমির মালিক হলে দলিল নম্বর, দলিলের তারিখ ( সন মাস দিন সিলেক্টের মাধ্যমে) ও সাব-রেজিস্ট্রি অফিসের নাম।
  • খতিয়ানে রেকর্ডীয় মালিকের বা মালিকগণের নাম, পিতা/স্বামীর নাম ও পূর্ণ ঠিকানা।
  • আবেদনকারী বা আবেদনকারীগণের নাম ও পূর্ণ ঠিকানা, সক্রিয় বাংলাদেশী মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ( তদাভাবে পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র নম্বর) ও ইমেইল এড্রেস।
  • আবেদনকারী যদি যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর(RJSC)’এর নিবন্ধিত প্রতিষ্ঠান হয় তাহলে প্রতিষ্ঠানের নাম, প্রতিনিধির নাম, প্রতিনিধির জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর, পদবি, প্রতিষ্ঠানের RJSC রেজিট্রেশন নং, নিবন্ধন তারিখ, জেলা, উপজেলা, ঠিকানা।
  • আবেদনকারী সরকারি প্রতিষ্ঠান বা সংস্থা হলে প্রতিষ্ঠানের নাম, প্রতিনিধির নাম, প্রতিনিধির জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর, পদবি।
  • আবেদনকারী RJSC নিবন্ধিত প্রতিষ্ঠানের বাইরে অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, প্রতিনিধির নাম, প্রতিনিধির জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর, পদবি।
  • যাদের নাম হতে কর্তন করে নামজারি দেয়া হবে তাদের এবং যাদের প্রতিপক্ষ হিসেবে নোটিশ দিতে হবে তাদের সকলের নাম ও পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর।
  • আবেদনকারী নিজে না হয়ে প্রতিনিধি মারফতে আবেদন করলে উক্ত প্রতিনিধির নাম ও পূর্ণ ঠিকানা, সক্রিয় বাংলাদেশী মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর (তদাভাবে পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র নম্বর )ও ইমেইল এড্রেস, বয়স ও আবেদনকারীর সাথে সম্পর্ক।এবং
  • আবেদিত জমি দাতা বা দাতা মৃত হলে তার ওয়ারিশের এবং দাতা কোন প্রতিষ্ঠান হলে প্রতিনিধির নাম ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ ও মোবাইল নম্বর, পদবি, RJSC নিবন্ধিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে রেজিষ্ট্রেশন নম্বর , তারিখ, জেলা, উপজেলা, ঠিকানা।
লক্ষ্য করুন, এইসব তথ্য ফরমে সরাসরি লিখতে গেলে ভুল হয়ে যেতে পারে, তাই এগুলো আগে থেকেই আপনি আপনার ল্যাপটপ/ডেস্কটপ কম্পিউটারে আপনার নামে খোলা ফোল্ডারটিতে একটি ওয়ার্ড ফাইলে অভ্র নিকশ ফন্টে টাইপ করে রাখতে পারেন, যা যথাসময়ে কপি-পেস্ট করে আবেদন ফর্ম পূরণ করা সহজ হবে।  


৪। প্রতিটি pdf ফাইলের সাইজ অবশ্যই সর্বোচ্চ 1.25 MB এর মধ্যে হতে হবে এবং সবগুলো সংযুক্তি ফাইল মিলিয়ে অবশ্যই 25 MB এর মধ্যে হতে হবে। অনলাইন থেকে র্সাচ দিয়ে ফাইলের এমবি কমাতে পারবেন না বুজলে কমেন্ট করে জানান।
৫। আরও জ্ঞাতব্য: ক্রয়সূত্রে ফরমে আবেদনের সময় মৌজা নির্ধারণ করে আবেদনকারিকে একটি ঘোষণা প্রদান করতে হবে। অসত্য তথ্য প্রদানে আবেদন বাতিল হবার পাশাপাশি আইনগত শাস্তির সম্মুখীন হতে পারে বিধায় আবেদনকারিকে অবশ্যই সঠিক ঘোষণা প্রদান করতে হবে। যে সকল বিষয়ে নিশ্চিত হতে হবে –


    • ক) সর্বশেষ রেকর্ড অথবা সর্বশেষ নামজারি হতে জমির মালিকানার ধারাবাহিকতা আছে কি না অর্থাৎ মধ্যবর্তী হস্তান্তরের প্রমাণপত্র/বায়া দলিলসমূহ আছে কিনা?
    • খ) আবেদনকারীর দলিলমূলে মালিকানা দাবী ও হিস্যা সঠিক আছে কি না?
    • গ) আবেদিত জমি দখলে আছে কি না? যদি আবেদিত জমি দখলে না থাকে, তাহলে একটি ব্যাখ্যা আবেদনের সঙ্গে প্রদান করতে হবে।
    • ঘ) আংশিক খাস/ অর্পিত/ অধিগ্রহণকৃত আছে কি না? আবেদিত জমি আংশিক খাস/ অর্পিত/ অধিগ্রহণকৃত হলে নিষ্কণ্টক অংশ আলাদাভাবে চিহ্নিত করার প্রমাণক সহ ব্যাখা দিতে হবে।
    • ঙ) আবেদিত জমিতে কোন দেওয়ানী মামলা আছে কিনা ? মামলা থাকলে হস্তান্তরে কোনো নিষেধাজ্ঞা আছে কি না? নিষেধাজ্ঞা নাই মর্মে আদালতের ইনফরমেশন স্লিপ সংযুক্ত করতে হবে।
    • চ) জমিতে সরকারি স্বার্থ আছে কি না? থাকলে কোন ধরণের স্বার্থ আছে, তা নির্বাচন করতে হবে। দাগে সরকারি স্বার্থ সংশ্লিষ্ট অংশ (খাস / অর্পিত / পরিত্যক্ত / ওয়াকফ / বিনিময় / দেবোত্তর / অধিগ্রহণকৃত / খাসমহাল / কোর্ট অফ ওয়ার্ডস / সরকারি সংস্থা / অন্যান্য) চিহ্নিত করে আবেদিত জমি এর বাইরে হলে কোন অংশে তা চিহ্নিত করতে এবং ব্যাখ্যা প্রদান করতে হবে।
    • ছ) সর্বশেষ অর্থ বছর পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে কি না? ভূমি উন্নয়ন কর হাল নাগাদ না থাকলে আবেদনকারী তা হারাহারি ভাবে বকেয়াসহ হালনাগাদ পরিশোধ করবেন মর্মে ঘোষণা দিতে হবে।
    • জ) আবেদনে বর্ণিত তফসিল জমি এপার্টমেন্ট বা ফ্লোর স্পেস কি না? যদি তা হয় তবে এপার্টমেন্ট নম্বর প্রদান করতে হবে, শুধু জমির জন্য এপার্টমেন্ট/ফ্লোর নম্বর প্রদান করতে হবে না।
    • ঝ) আবেদনকারী/আবেদনকারীগণের এই মৌজায় বর্তমানে কোনো খতিয়ান আছে কিনা? যদি তাদের আবেদিত জমির মৌজায় এক বা একাধিক খতিয়ান থাকে, তাহলে হ্যাঁ নির্ধারণ করে খতিয়ান নম্বর/ নম্বরসমূহ এন্ট্রি করুন। দুটি খতিয়ান নম্বরের মাঝে কমা (,) অথবা সেমিকোলন (।) ব্যবহার করবেন। ঘোষণা প্রদানের পর, জমির তফসিল সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।

এই বল্গ এ আসার জন্য ধন্যবাদ আপনারা লাইক শেয়ার করলে ভাবষ্যতে আরো পোষ্ট করতে উৎসাহিত হব।

রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

আপনি কি জানেন শীৎ কালে কেন নাক বন্ধ হয়?

 আপনি কি জানেন শিৎ কালে কেন নাক বন্ধ হয়? 


শিৎ কালে নাক বন্ধ হয়ে যাওয়ার কিছু কারণ রয়েছে যেমন-

অ্যালার্জি জনিত নাকের সর্দি ও পলিপ, অনেক ধরণের অ্যালার্জেন রয়েছে যেমন- ধুলাবালি,গাড়ির দোয়া নাকে ঢুকে যায়, তাহলে নাকে অ্যালার্জি  জনিত প্রবাহ হতে পারে। এতে নাকি পানি পড়া, হার্চি, নাক বন্ধ ইত্যাদি উপসর্গ হতে পারে। 

এর থেকে বাছার এক নাম্বার উপায় হচ্ছে  বাহিরে গেলে র্মাকস ব্যাবহার করা। তাতে যদি না হয় তাহলে অ্যালার্জি ডাক্তার দেখাতে পারেন।